X
সোমবার, ২৬ মে ২০২৫
১২ জ্যৈষ্ঠ ১৪৩২

‘এমপিওভুক্তি নিয়ে প্রতারকচক্র থেকে সাবধান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৮, ০২:০৮আপডেট : ২৭ জুলাই ২০১৮, ০২:১৯





শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্তির নামে প্রতারকচক্র থেকে সাবধান হওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ স্বাক্ষরিত এক নির্দেশনায় এ ব্যাপারে সতর্ক করা হয়। নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদনের নামে এক শ্রেণির প্রতারক চক্র অর্থ আদায় করছে। তাদের থেকে সর্তক থাকতে এই নির্দেশনা দেওয়া হলো।
নির্দেশনায় বলা হয়েছে, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে একটি প্রতারকচক্র সিনিয়র সিস্টেম এনালিস্টের ভুয়া স্বাক্ষরে শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি পাঠাচ্ছে। সেই চিঠিতে ডাচ বাংলা ব্যাংকের (মোবাইল ব্যাংকিং এজেন্ট) মো. মনোয়ার হোসেন, হিসাব নং- ৭০১৭০১৯৬২২০৭৮ নম্বরে দুই হাজার টাকা জমা দিয়ে ইউজার আইডি ও পার্সওয়াড সংগ্রহের জন্য বলা হচ্ছে। যার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কেনও সংশ্লিষ্টতা নেই।
নির্দেশনায় আরও বলা হয়, এ ধরণের প্রতারক চক্র থেকে সংশ্লিষ্ট সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এমপিওভুক্তি সংক্রান্ত সকল নির্দেশাবলী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (www.Shed.gov.bd) প্রকাশ করা হয়। এই ওয়েবসাইটে যেসব নির্দেশনা দেওয়া হবে তা অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন,‘এক শ্রেণির প্রতারকচক্র শিক্ষা মন্ত্রণালয়ের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে অর্থ দাবি করছে। তাই সবাইকে সতর্ক করা হয়েছে। এমপিওভুক্তি সংক্রান্ত সকল নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে। সেসব নির্দেশনা অনুসরণ করতে হবে।’

 

 

/আরএআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত
খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত
গাজায় ইসরায়েলি হামলায় উদ্ধার কর্মকর্তা ও সাংবাদিকসহ নিহত ৩০
গাজায় ইসরায়েলি হামলায় উদ্ধার কর্মকর্তা ও সাংবাদিকসহ নিহত ৩০
গরমেও ত্বক থাকবে উজ্জ্বল, ১০ টিপস জেনে নিন
গরমেও ত্বক থাকবে উজ্জ্বল, ১০ টিপস জেনে নিন
ঈদযাত্রা: ৫ জুনের ট্রেনের টিকিট বিক্রি আজ
ঈদযাত্রা: ৫ জুনের ট্রেনের টিকিট বিক্রি আজ
সর্বাধিক পঠিত
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়