X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পুলিশের লাঠিচার্জে কলেজছাত্র আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৮, ২২:৪১আপডেট : ৩১ জুলাই ২০১৮, ২২:৫৫

আহাদ আলসান বিমানবন্দর এলাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার দাবিতে মিরপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে এক কলেজছাত্র আহত হয়েছে। তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার (৩১ জুলাই) মিরপুর ১০ নম্বরে এই ঘটনা ঘটে।

তার নাম আহাদ আলসান (১৯)। সে মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে তাকে স্কয়ার হাসপাপাতালে নিয়ে গেছেন স্বজনরা।

আহাদের বাবা নুরে আলম বাংলা ট্রিবিউনকে বলেন,‘আহাদ সকালে কলেজে যায়। কলেজের গেইট বন্ধ দেখে বাসার উদ্দেশে রওয়ানা দেয়। পথে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জের সময় তার মাথায় ও পিঠে লাঠির আঘাত লাগে। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়। আমাদের খবর দেয়। পরে সেখানে থেকে তাকে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে এলে এখানকার চিকিৎসক তাকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করান।’

ওই বিভাগের ডিউটি চিকিৎসক ডা. উসমান বলেন, ‘তার মাথার সামনের দিকে আঘাত রয়েছে, সেখানে হাড়ের কিছু অংশ ভেঙ্গে দেবে গেছে। তবে ভেতরে রক্তক্ষরণ হয়নি। তার একটি অপারেশন লাগবে। আমরা তার স্বজনদের বলে দিয়েছি, রক্ত যোগাড় করতে রাতেই অপারেশন করা হবে।’

এক প্রশ্নের জবাবে  ডা. উসমান বলেন, ‘মাথার কোনও আঘাতকে আশঙ্কামুক্ত বলা যাবে না।’

আহাদের বাসা মিরপুর-১ নম্বর সেকশনের প্রিয়াঙ্কা হাউজিংয়ের ৫ নম্বর রোডে।

আন্দোলনের আরও খবর: বিচার দাবিতে সড়ক অবরোধ: রাজধানীবাসীর দুর্ভোগ

 

/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা