X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সিলেটে স্থগিত দুই কেন্দ্রের ভোট ১১ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৮, ১৭:২৫আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৭:২৯





সিলেট সিটি নির্বাচন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে স্থগিত দুই কেন্দ্রর নির্বাচন আগামী ১১ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে। বুধবার (১ আগস্ট) নির্বাচন কমিশন ওই দুই কেন্দ্রের ভোটগ্রহণের দিনক্ষণ ঠিক করে সিলেটের রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে। দুই কেন্দ্রের ভোট স্থগিত থাকায় সিলেট সিটির মেয়র পদের ফল আটকে আছে। এ কারণে কমিশন কিছুটা তড়িগড়ি করের ভোটের তারিখ ঘোষণা করেছে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে আগামী ১১ আগস্ট ভোট অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার (৩০ জুলাই) বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে অনিয়ম ও গোলযোগের কারণে বরিশালে ১৫টি ও সিলেটে দু’টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। স্থগিতের কারণে বরিশালে মেয়র পদের ফল ঘোষণায় প্রভাব না পড়লেও সিলেটে মেয়র পদের ফলাফল আটকে যায়।
রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান ঘোষিত ফলাফলে দেখা গেছে— সিলেটে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ফলাফলে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ৪৬২৬ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের বদরউদ্দীন আহমদ কামরানের চেয়ে এগিয়ে রয়েছেন।
নির্বাচনে আরিফুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৩ ভোট। বদরউদ্দিন কামরান নৌকা প্রতীকে ৮৫ হাজার ৮৭০ ভোট পেয়েছেন ।
স্থগিত থাকা গাজী বোরহান উদ্দিন  মাদ্রাসা (১১৬ নং কেন্দ্র) ও হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪ নং কেন্দ্র) কেন্দ্রে মোট ভোট আছে ৪৭৮৭টি। এ হিসাবে প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে স্থগিত কেন্দ্র দুটিতে ১৬১টি ভোট বেশি রয়েছে।
ফলে নিয়ম অনুযায়ী ওই দুই কেন্দ্রের ভোটারদের আবার ভোট দিতে হবে এবং তাতেই নির্ধারিত হবে কে হবেন সিলেটের পরবর্তী মেয়র।
এবিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (গণসংযোগ) এসএম আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিলেট সিটি করপোরেশনের স্থগিত দুটি কেন্দ্রের ভোটের তারিখ কমিশন ঘোষণা করেছে। ওই দুটি কেন্দ্রে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হবে।’

বরিশাল সিটির স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণের তারিখ এখনও ঘোষণা হয়নি বলে আসাদুজ্জামান জানান।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে