X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধের মামলায় নড়াইলের বদরুদ্দোজার জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩১


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় নড়াইলের মো. বদরুদ্দোজার জামিন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।
আদালতে নিয়মিত হাজির হওয়ার শর্তে এক জামিন আবেদনের শুনানি শেষে বুধবার (১২ সেপ্টেম্বর) চেয়ার‌ম্যান বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন।
পরে প্রসিকিউটর সাহিদুর রহমান জানান, আসামি  অন্যের সহযোগিতা ছাড়া চলাচল করতে পারেন না। তাই এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে জামিন দেওয়া হয়েছে। দুর্ঘটনায় আক্রান্ত হয়ে তার পা ভেঙ্গে গেছে। তবে জামিনের শর্ত পালন না করা হলে তার জামিন বাতিল করা হবে বলেও জানিয়েছেন ট্রাইব্যুনাল।
এছাড়াও এ মামলার মোট ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৫ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
মামলার ১২ আসামির মধ্যে পাঁচজন গ্রেফতার হয়ে কারাবন্দি আছেন। তারা হলেন আব্দুল ওয়াহাব, ওমর আলী শেখ, মো. বদরুদ্দোজা, গুলজার খান ও দাউদ শেখ। বাকি ৭ জনকে পলাতক ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এই সাত আসামিকে আত্মসমর্পণ করতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ট্রাইব্যুনাল গত ৩০ এপ্রিল নির্দেশ দেন।
এর আগে গত বছরের ৩ নভেম্বর ওই ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। পরবর্তীতে ২৬ ডিসেম্বর তা আমলে নেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আছে।


/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী