X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর খুনি শাহরিয়ার রশীদের জামাতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৯

ফুয়াদ জামান (ছবি: সংগৃহীত) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি সুলতান শাহরিয়ার রশিদ খানের জামাতা ফুয়াদ জামানকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগ। বুধবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টায় হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি এবং বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সিটিটিসির সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম।

বঙ্গবন্ধুর খুনি হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশীদের ফাঁসি কার্যকর করা হয়েছিল ২০১০ সালের ২৭ জানুয়ারি।

এর আগে শাহরিয়ার রশিদের মেয়ে শেহনাজ রশিদ ও তার জামাই ফুয়াদ জামানকে ২০১১ সালের ৬ই আগস্টে ইয়াবা বিক্রির টাকাসহ ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর সাংসদ ফজলে নূর তাপসকে বোমা মেরে হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে শাহরিয়ার রশিদের আরেক মেয়ে মেহনাজ রশিদকে গ্রেফতার করা হয়েছিল।

ফেসবুকে ফুয়াদ জামানের পোস্ট সিটিটিসির সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম জানান, ফুয়াদকে ধানমন্ডি থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। মামলা নং-২০, তারিখ ২৩-০৮-২০১৮, ধারা ৫৭(২), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬, (সংশোধনী ২০১৩)। সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে ।

বঙ্গবন্ধু পরিষদ, আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নাজমুল হাসান পিয়াস নামে এক ব্যক্তি এই মামলাটি দায়ের করেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ফুয়াদ জামানের স্ত্রী শেহনাজ রশিদ খান বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে। ফুয়াদ তার শ্বশুরের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারেনি। তাই সে তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করে। সে গত ১৫ আগস্ট সকাল ৭টা ১৭ মিনিটে জাতির পিতার খুনিদের অপরাধের পক্ষে সাফাই গেয়ে খুনিদের প্রশংসা করে ও আত্মার মাগফেরাত কামনা করে ফেসবুকে পোস্ট দেয়। সে তার পোস্টে বঙ্গবন্ধুকে স্বৈরাচার বলে তার হত্যাকে ভালো কাজ বলে আখ্যা দেয়।

/এনএল/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!