X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে উন্নয়নের ১০ বছর নিয়ে হাউস অব লর্ডসে সেমিনার

লন্ডন প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ১৫:২৬আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৩

বাংলাদেশ এ গোল্ডেন জার্নি টু ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনার বাংলাদেশের গত ১০ বছরের উন্নয়ন নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের একটি হল রুমে ‘বাংলাদেশ এ গোল্ডেন জার্নি টু ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি সেমিনার শুক্রবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের আয়োজক স্টাডি সার্কেলের চেয়ারপারসন সৈয়দ মোজাম্মেল আলীর সভাপতিত্বে ও সাজিয়া স্নিগ্ধার সঞ্চালনায় অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস মঞ্জিলা পলা উদ্দিন, পপলার লাইম হাউসের এমপি জিম ফিটজ প্যাট্রিক, ব্রেনট কাউন্সিলের এমপি শ্যাডো ওমেন অ্যান্ড ইকুয়ালিটি সেক্রেটারি ডওন বাটলার এমপি, বাংলাদেশ হাই কমিশন লন্ডনের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
স্টাডি সার্কেলের চেয়ারপারসন সৈয়দ মোজাম্মেল আলী স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা প্রবাসীদের কাছে এবং আমাদের বন্ধু রাষ্ট্রের কাছে তুলে ধরার জন্য স্টাডি সার্কেলের যাত্রা এবং আজকের এ আয়োজন। ব্রিটিশ পার্লামেন্টের এমপিদের কাছে বাংলাদেশের উন্নয়নের বিস্তারিত ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।
হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস মঞ্জিলা পলা উদ্দিন স্টাডি সার্কেলের প্রকাশনা ‘বাংলাদেশ এ গোল্ডেন জার্নি টু ডেভেলপমেন্ট’ এর ভূয়সী প্রশংসা করে বলেন, এত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের উন্নয়ন বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
লেবার পার্টির এমপি জিম ফিটজপ্যাট্রিক বলেন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের জন্য উন্নয়নের নজির স্থাপন করেছে। বিভিন্ন খাতে সম্প্রতি বাংলাদেশের উন্নয়নকে ‘গোল্ডেন ডেভেলপমেন্ট’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশগুলো বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ’ শীর্ষক সর্বশেষ রিপোর্টে একই অভিমত তুলে ধরা হয়েছে। এই রিপোর্টে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষ এবং বৈশ্বিক সূচকে ৫ম অবস্থানে রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রম তুলে ধরে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, বিশ্বের থিঙ্কট্যাঙ্কদের কাছে বাংলাদেশ এখন বিস্ময়, যা শেখ হাসিনার সাহসী ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক গত ১০ বছরে বাংলাদেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং জনসাধারণের সুবিধার জন্য সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। আলোচনা শেষে স্টাডি সার্কেলের সমন্বয়ক জামাল খান এ ধরনের আয়োজন নিয়মিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও যোগ দেন ইউনাইটেড নেশনস -এর সাংবাদিক মিজ ক্লার্ক, সাবেক মেয়র পারভেজ আহমেদ, সাবেক কাউন্সিলার মুরাদ কোরেশী এম এল, কাউন্সিলার দিলআর আলী, মজমিল হুসেন, কমিউনিটি ব্যক্তিত্ব শামসুদ্দিন খান, সুলতান মাহমুদ শরীফ, জালাল উদ্দিন, এম এ হাশেম, আব্দুল আহাদ চৌধুরী, মিসবা সাদাত প্রমুখ।

/ওআর/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না