X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ভেজালবিরোধী অভিযান: তিনজনের কারাদণ্ড, ৪ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৯, ১৭:৩১আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২০:৩৮

ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খাদ্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন জনকে কারাদণ্ড, বিভিন্ন প্রতিষ্ঠানকে চার লাখ পাঁচ হাজার টাকা জরিমানা এবং পাঁচটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চারটি অঞ্চলে দ্বিতীয় দিনের মতো এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান,অভিযানকালে অঞ্চল-১ এর আওতাধীন শাহবাগ আজিজ সুপার মার্কেটের সিলভানা রেস্টুরেন্টের মালিক মোস্তফা কামালকে তিন দিনের সশ্রম কারাদণ্ড, মৌমিতা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা এবং বিসমিল্লাহ হোটেলের মালিক আলতাফ হোসেনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অঞ্চল-২ এর আওতায় পল্টনের নাইটিংগেল মোড় এলাকায় পরিচালিত অভিযানে নিউ ঢাকা কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মুজিবর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড, ডায়মন্ড রেস্টুরেন্টকে এক লাখ টাকা, কড়াই গোস্ত রেস্টুরেন্টকে এক লাখ টাকা, দস্তরখানা রেস্টুরেন্টকে এক লাখ টাকা এবং কস্তুরী রেস্টুরেন্টকে পাঁচ হাজার  টাকা জরিমানা করা হয়।

অঞ্চল-৩ এর আওতাধীন আজিমপুর ছাপড়া মসজিদ এলাকার ডেলিশাস ফুডকে ১০ হাজার, হোটেল রোজ হ্যাভেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মোহন চাঁদ, আনন্দ, মিঠাই, হরিপদ মিষ্টান্ন ভাণ্ডার ও হক বেকারিকে সতর্ক করা হয়।

অঞ্চল-৪ এর আওতাধীন ইসলামপুর রোড এলাকায় অমূল্য মিষ্টান্ন ভাণ্ডারকে ৪০ হাজার এবং অন্য তিনটি প্রতিষ্ঠানকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত,  রবিবার (১৩ জানুয়ারি) থেকে খাদ্যে ভেজাল প্রতিরোধে  সপ্তাহব্যাপী ভেজালবিরোধী স্পেশাল ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসি’র মেয়র মোহাম্মদ সাঈদ খোকন  কর্মসূচির উদ্বোধনকালে বলেন, ‘খাদ্যে ভেজালবিরোধী আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা বিভিন্ন সময় জরিমানা করলেও ভেজাল বন্ধ করতে সক্ষম হইনি। তাই আমরা কঠোর সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে খাদ্যে ভেজাল প্রমাণিত বা প্রতীয়মান হলে জেলে পাঠানোর ব্যবস্থা করবো। সেটা প্রতীকী হলেও করবো। এখন কোনও প্রতিষ্ঠানের খাবারে ভেজাল প্রমাণিত হলে তাকে জেলা পঠানো হবে। সেটা অল্প সময়ের জন্য হলেও তাকে জেলে যেতে হবে। সেই সঙ্গে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি