X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডা. আব্দুল্লাহর স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বই প্রকাশ

.
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৮

ড, এ বি এম আব্দুল্লাহ ২০১৯ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ডা. এ বি এম আব্দুল্লাহর স্বাস্থ্য বিষয়ক দ্বিতীয় বাংলা বই "সুস্থ শরীর, সতেজ মন, সুন্দর জীবন"।  অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত নতুন বইটি এই দেশবরেণ্য চিকিৎসকের প্রথম বই "স্বাস্থ্য বিষয়ক নির্বাচিত কলাম"-এর ধারাবাহিকতায় প্রকাশিত।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর সাবেক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, এই বইটিতে আমার লেখা ৫৭টি প্রবন্ধ প্রকাশ করা হয়েছে।
বইটিতে সাধারণ জ্বর, পেটা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বুকে ব্যথা, ম্যালেরিয়াসহ বিভিন্ন ঋতুভিত্তিক স্বাস্থ্য সমস্যার সমাধান যেমন সন্নিবেশিত হয়েছে, তেমনি হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে রোগী নিজের জীবনযাত্রার কি কি উল্লেখযোগ্য পরিবর্তন প্রয়োজন তা লেখা হয়েছে।
এছাড়া বইটিতে মশার প্রকোপে চিকুনগুনিয়া বা ডেঙ্গু জ্বরের মতো জনস্বাস্থ্যের সাথে সম্পৃক্ত বিষয়গুলোতে ডাক্তারদের পাশাপাশি সাধারণ নাগরিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি কি কর্তব্য—যা সামগ্রিকভাবে পরিস্থিতি মোকাবিলায় কিংবা রোগ নিয়ন্ত্রণে সহায়তা করবে, সেসব বিষয়ে রয়েছে পরিষ্কার দিকনির্দেশনা।  এছাড়া  রোগী-চিকিৎসক সম্পর্ক, রোগী-সাংবাদিক সম্পর্ক, ডাক্তারদের প্রতি রোগীদের অভিযোগ ইত্যাদি সংবেদনশীল অথচ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সার্বিক পরিস্থিতির বিচারে এই বিজ্ঞ ও রোগীবান্ধব চিকিৎসকের নিজস্ব মতামত প্রকাশিত হয়েছে।

এতে স্বাস্থ্য ব্যবস্থার উল্লেখযোগ্য কিছু পদক্ষেপের সন্নিবেশন রয়েছে, যেমন- সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যবিমা, কিংবা চিকিৎসা ব্যয় কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রচলন, কীভাবে স্বাস্থ্যখাতকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারে, সেসব বিষয়ে তার প্রস্তাবনাগুলো বাতলে দিতে পারে অনেক জটিল সমস্যা সমাধানের পথ।

তিনি বলেন, প্রবন্ধগুলো যে কেবল আপামর পাঠকদের কাজে আসবে তা-ই নয়, এগুলো পড়া উচিত নীতিনির্ধারক ও কর্তাব্যক্তিদেরও, যারা জনস্বাস্থ্য নিয়ে নানা দিকনির্দেশনা দিয়ে থাকেন। পাশাপাশি বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষা এবং বৃদ্ধাশ্রম নিয়ে লেখাগুলো সহজেই পাঠকদের হৃদয়স্পর্শী করবে, যা বলার অপেক্ষা রাখে না।

 

 

/এসএএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বর্ষার আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, মোকাবিলায় যা করছে ডিএনসিসি
বর্ষার আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, মোকাবিলায় যা করছে ডিএনসিসি
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি