X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বন্ধু তোমার হাতটি বাড়াও

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৭

বন্ধু তোমার হাতটি বাড়াও -এর প্রচ্ছদ তরুণ কবি বিপ্লব রেজা স্বভাবে কিছুটা ধীরস্থির হলেও ভেতরে তিনি বেশ চঞ্চল। প্রতি মুহূর্তে তার মননে নীরবে কাজ করে কবিতার ছত্র। হাঁটা-চলার সঙ্গেই তার কবিতার বসবাস। অসম্ভব তারুণ্যদীপ্ত এই নবীন কবির প্রথম কাব্যগ্রন্থ ‘ বন্ধু তোমার হাতটি বাড়াও’ এবার মেলায় এসেছে।
অক্ষরবৃত্তে লেখা এই গ্রন্থের অধিকাংশ কবিতা মূলত প্রেমজ। প্রেমকে ঘিরেই কবি বিপ্লব রেজার কবিতায় পাক খেয়েছে নর-নারীর নানাবিধ মনো-দৈহিক মিথস্ক্রিয়া- যা এক নতুন কাব্যগ্রন্থরূপে প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। কবিতাপ্রেমী যেকোনও পাঠক একবার এই বই হাতে নিলে নিমিষে শেষ না করে ছাড়তে পারবেন না।
যেমন ধরা যাক, কবি তার প্রেয়সীর উদ্দেশ্যে বন্ধু তোমার হাতটি বাড়াও কবিতায় লিখেছেন, তোমার পরশ কোমল ছোঁয়া, তোমার নিবিড় ভালবাসা, চাই যে মনে চাই যে প্রাণে, দাও গো আমায় - করি আশা। আবার কবি ‘লাল টিপ’ কবিতায় লিখছেন, কপালে গাঢ় লাল টিপ, যেন সন্ধ্যা প্রদীপ। অন্যত্র ভেতরের আকাঙ্ক্ষা প্রকাশ ঘটাতে কবি বলছেন, ইচ্ছে করে তোমায় নিয়ে উড়াই ঘুড়ি অসীম নীলে, ইচ্ছে করে তোমায় নিয়ে সাঁতার কাটি নদীর জলে। পক্ষান্তরে ক্ষুব্ধ, রুষ্ট কবি প্রেমিকাকে সরাসরি আঘাত দিয়ে বলছেন, ‘ভালোবাসা’ শব্দটিও তোমার জন্য নয় একটিবার আজ, কারণ তোমাকে কেবল ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না। এমনি আরও অসংখ্য কবিতায় কবি তার প্রেম ও দ্রোহের প্রকাশ ঘটিয়েছেন নানান উপমায় এবং ভিন্ন আঙ্গিকে, অনন্য ভঙ্গিমায়।
প্রখ্যাত আঁকিয়ে ধ্রুব এষ তাঁর পাকা হাতের মুন্সিয়ানায় সাজিয়েছেন ‘বন্ধু তোমার হাতটি বাড়াও’ বইটির অনন্য সুন্দর প্রচ্ছদ। অন্যধারা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে গ্রন্থটি। এই গ্রন্থের লেখক-কবি একজন প্রেমিক পুরুষ। প্রেম দ্রোহ সুন্দর- এই তিনে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে কবি বিপ্লব রেজার অস্তিত্বে। প্রেমে নারী, অন্যায়ে দ্রোহ আর প্রকৃতিতে সুন্দর- এসবই বিপ্লব রেজার কব্যের প্রধান উপজীব্য। অর্থাৎ অন্তর্গত বৃহত্তর অর্থে পার্থিব যা কিছু সুন্দর, যা কিছু মহান তার সবটাই এই তরুণ কবির কবিতার বিষয়বস্তু।
আশি পৃষ্ঠার বইটিতে স্থান পেয়েছে সত্তরটি কবিতা। এর বিনিময় মূল্য ধরা হয়েছে মাত্র ১৫০ টাকা। 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি