X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঢামেকে ভর্তি সাত, দুজন ফায়ার সার্ভিস কর্মী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ২২:৫৯আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০০:০৮

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল

বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার ঘটনায় আহতদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জন আগুনের কারণে নানাভাবে আহত হয়ে এবং অপর তিন জন অগ্নিদুর্গতদের উদ্ধার করতে গিয়ে আহত বা অসুস্থ হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ঢামেকে আজ বনানীর আগুন লাগার ঘটনায় মোট ১৮ জনকে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৯ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর চিকিৎসাধীন রয়েছেন সাত জন। উদ্ধারকারীদের মধ্যে দুজন ফায়ার সার্ভিসের কর্মী। এদের মধ্যে ফায়ার সার্ভিসের সদর দফতরের স্টেশন অফিসার হাবিবুল্লাহ খানকে (২৯) রাত দশটার দিকে ঢামেকে নিয়ে আসা হয়েছে। তিনি ঢামেকের জরুরি বিভাগে ভর্তি আছেন।

এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, এফ আর টাওয়ারে আগুন নেভাতে গিয়ে গুরুতর অসুস্থ হন ফায়ার ফাইটার উদ্দীপন ভক্ত। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যার দিকে অসুস্থাবস্থায় তাকে ঢামেক হাসপাতালে আনা হয়।

তিনি আরও জানান, এফ আর টাওয়ারে আগুন লাগার ঘটনায় ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি আছেন পাঁচ জন। এরা হচ্ছেন রেজোয়ান, আবু হোসেন, সাব্বির আলী মৃধা, তৌকির ইসলাম ও সবুর খান।

বার্ন ইউনিটে চিকিৎসাধীন আহত সাব্বির আলী মৃধা (২০) বলেন, তিনি পাশের ভবনের আউয়াল সেন্টারের বেঙ্গল ইন্টারনেট কোম্পানির সার্ভিস ম্যান হিসাবে কাজ করেন। এফ আর টাওয়ার আগুন লাগার পর তিনি পাশের ভবন থেকে ঐ ভবনে উদ্ধার করতে যান। সেখান থেকে অনেককে ঘাড়ে করে আরও কয়েকজনের সহযোগিতায় পাশের ভবন দিয়ে নামান, এবং ৫ম তলা থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করে ছাদে নিয়ে যান। এক নারীকে জীবিত উদ্ধার করেন। সেখানে বিভিন্ন ফ্লোরে গ্লাস ভাঙ্গা থাকার কারণে তার দু'পায়ের তলায় বেশ কয়েক জায়গায় কেটে যায়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতাল বার্নে চিকিৎসা দেওয়া হয়।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন সাব্বিরের দু’পায়ে গ্লাসে কেটে গেছে। তিনি আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন। তার বাবার নাম আজিম মৃধা।

এছাড়াও আহত রেজওয়ান আহামেদ (৩৫) সম্পর্কে চিকিৎসক বলেন, তার শরীরের ৮/১০ শতাংশ দগ্ধ হয়। তার মাথায়, বাহুতে জখম রয়েছে এবং ফ্যাকচার রয়েছে। সর্বোপরি তার অবস্থা আশঙ্কাজনক। তার বাবার নাম মনির হোসেন, গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদীখান থানার পৌরসাই গ্রামে।

আর আবু হোসেন (৩৫) এর তেমন কোনও আঘাত নেই, তবে আগুনের ধোঁয়ার শ্বাসকষ্ট হয়। আমরা অক্সিজেন দিয়েছি। তার অবস্থা ভালো। তিনি ১৩ তলায় ছিলেন। আহত আবু হোসেন বলেন, তিনি গ্লাস ভেঙ্গে ১৩ তলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে নিচে নামি। তার বাসা মুগদা।

এর আগে ইনডিকা মারসিনিং (৪৬) নামের  এক শ্রীলংকার নাগরিক কে আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।  জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দিন জানিয়েছেন, তার (ইনডিকা) ডান হাতে একটু কেটে গিয়েছিল, এ ছাড়া তার কোনও ফ্যাকচার নেই। আমার তাকে অবজারভেশনে রেখে চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। আর এফ টাওয়ারের স্কানওয়েল লজিস্টিক বাংলাদেশ সার্ভিস এ চাকুরি করেন। তিনি নামতে গিয়ে আহত হন।

 

/এআইবি/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!