X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজউকের নকশা না মেনে ভবনটি নির্মাণ করা হয়েছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ১৩:২১আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৯:২২

এফ আর টাওয়ার

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে বনানীতে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ার নির্মাণ করা হয়েছিল। পরে নতুন নকশা করে রাজউক থেকে বৈধতা নেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু সেই নকশার বৈধতা দেওয়া না হলেও সেসময় ভবন মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাও নেওয়া হয়নি বলে রাজউক সূত্রে জানা গেছে।

শুক্রবার (২৯ মার্চ) এই ব্যাপারে রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এফআর টাওয়ারের ফাইল দেখেছি। ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর এই ভবনটির নকশা অনুমোদন দেওয়া হয়। তাতে ১৮ তলা ভবন হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখন দেখছি ভবনটি ২৩ তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। ভবনটি নির্মাণের সময় নকশার আরও অনেক বিচ্যুতি করা হয়েছে। এই নির্মাণ কাজের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের খোঁজা হচ্ছে।’

আব্দুর রহমান আরও জানান, ‘ভবন মালিক ২০০৫ সালের ২৩ ফেব্রুয়ারি আমাদের কাছে আরও একটি নকশা পেশ করেন। আমরা খবর নিয়ে দেখি, রাজউকে যে নকশা সংরক্ষিত আছে তার সঙ্গে মিল নেই। পরে সেই ঘটনায় ২০০৭ সালের দিকে তদন্ত করে রাজউক। তদন্তে দেখা গেছে, ভবনটি মূল নকশার ব্যত্যয় ও বিচ্যুতি ঘটিয়ে নির্মাণ করা হয়েছে।’ তবে ভবন নির্মাণের সময় রাজউকের কোন কর্মকর্তারা এর দেখভালের দায়িত্বে ছিলেন তা এখনও জানাতে পারেননি তিনি।

এদিকে শুক্রবার ভবনটি পরিদর্শনে এসে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল গণমাধ্যমকর্মীদের জানান, এফ আর টাওয়ারের অনুমোদন দেওয়া সেই সময়ের রাজউক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে খোঁজা হচ্ছে।

তিনি বলেন, ‘যেসব প্রকৌশলী এই ভবন নির্মার্ণের সঙ্গে জড়িত, তাদের লাইসেন্স বাতিল করা হবে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে এবং প্রয়োজনে এই ইমারত ভেঙে ফেলা হবে।’

 

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা