X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষকের ‘অগ্রায়ন’

ঢাবি প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ২২:০১আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:০২

ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষকের ‘অগ্রায়ন’

মানুষের জীবন চলমান। জীবনের গতি কোথাও স্থবির হয় না। হয়তো ক্ষণিকের জন্য যাত্রা বিরতি করতে হয়, করতে হয় কর্মস্থল পরিবর্তন, হয় নতুন লক্ষ্যের দিকে যাত্রা। এই ধারণা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অবসরে যাওয়া প্রবীণ দুই শিক্ষকের ‘অগ্রায়ন’ অনুষ্ঠিত হয়েছে। বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী এবং অধ্যাপক আখতার সুলতানার অবসরগ্রহণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনের অনুষ্ঠানে শুরুতে বিভাগের চেয়ারপারসন ড. কাবেরী গায়েন বলেন, ‘এই বিভাগে সাধারণত ‘‘বিদায়’’ কথাটি ব্যবহার করি না। এক্ষেত্রে আমরা ‘‘অগ্রায়ন’’ শব্দটি ব্যবহার করি। আজ আমাদের দুজন অত্যন্ত সম্মানিত শিক্ষককে সম্মাননা জানাচ্ছি। তারা ৩৫ বছর ধরে আমাদের পড়িয়েছেন, আমাদের দেখার চোখকে সৃষ্টি করেছেন।’

অনুষ্ঠানে অধ্যাপক আখতার সুলতানা বিভাগের ছাত্র-শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শিক্ষক ও ছাত্র আমরা একই লক্ষ্য নিয়ে কাজ করি। সহায়তা ও শ্রদ্ধার সম্পর্ক দ্বারা এটা অর্জন করা যায়। কেউ আমাদের সম্মান করবে এটা নয়, সম্মান অর্জন করতে হয়। ছাত্র-ছাত্রীরা আমাদের ছেলে-মেয়ের মতো।’

অধ্যাপক আহাদুজ্জামান বলেন, ‘আমি নিজেকে শিক্ষক মনে করি না। আজীবন ছাত্রই রয়ে গেছি। আমি খুব শিক্ষকসুলভ ছিলাম না। আমি অনেকদিন বটতলায় ক্লাস নিয়েছি, মধুর ক্যান্টিনে ছাত্রদের সঙ্গে গল্প করেছি। শিক্ষার্থীদের শেখাতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি, শিখছি।’

এর আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দুই শিক্ষককে উত্তরীয় পরিয়ে দেন বিভাগের চেয়্যারপারসন ড. কাবেরী গায়েন। পরে তাদের একগুচ্ছ বেলী ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

‘অগ্রায়িত’ দুই শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রীতি উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ২৩টি প্রবন্ধ ও আহাদুজ্জামান মোহাম্মদ আলী ও আখতার সুলতানার দুটি সাক্ষাৎকার সমৃদ্ধ ‘অগ্রায়ন জার্নাল’ মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে একটি সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নির্বাহী সম্পাদক খালেদ মুহিউদ্দীন ও জিটিভির এডিটর-ইন-চিফ সৈয়দ ইশতিয়াক রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেয়ালের দেশ: মন খারাপ করা ভালোবাসার এক সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা ভালোবাসার এক সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ