X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যুবককে বিএসএফের নির্যাতন: আসকের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৯, ২২:০১আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২২:০৬

যুবককে বিএসএফের নির্যাতন: আসকের প্রতিবাদ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি যুবকের নির্যাতিত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রবিবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো আইন ও সালিশ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক আইন এবং শূন্য সহনশীলতার নীতি অমান্য করে বিএসএফ সদস্যরা বাংলাদেশি নাগরিককে নির্যাতন ও হত্যার ঘটনা ধারাবাহিকভাবে ঘটিয়েই চলছে যা একেবারেই অনাকাঙ্খিত ও অগ্রহণযোগ্য।’
এতে বলা হয়, ‘মানবাধিকারের মৌলিক নীতিমালার পরিপন্থী এ ধরনের আচরণ জাতিসংঘ নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক অথবা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তি সংক্রান্ত সনদের সুস্পষ্ট লঙ্ঘন।’ আইন ও সালিশ কেন্দ্র বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অত্যন্ত দ্রুততার সঙ্গে ভারত সরকারের কাছে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ব্যাখ্যা চাওয়ার দাবি জানিয়েছে।
সম্প্রতি আজিম উদ্দিন নামের এক যুবককে নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা থেকে বিএসএফ আটক করে নিয়ে যায়। পরে তার ওপর নির্যাতন চালানো হয়েছে। তাকে শারীরিকভাবে নির্যাতন ও হাতের ১০টি নখ উপড়ে ফেলা হয়েছে। আজিম অজ্ঞান হয়ে পড়লে তাকে সীমান্তবর্তী পুর্নভবা নদীর জিরো পয়েন্টে ফেলে রাখে। বিজিবি’র সদস্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
প্রসঙ্গত, বিভিন্ন গণমাধ্যম ও নিজস্ব তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১৮ সালে সীমান্তে বিএসএফএর গুলিতে ৮ জন নিহত হয়েছে এবং ৬ জন শারীরিক নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেছে। এ বছর এখন পর্যন্ত গুলিতে ১১ জন নিহত হয়েছে এবং একজন শারীরিক নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেছে।

আরও পড়ুন: বাংলাদেশি যুবকের নখ উপড়ে নিলো বিএসএফ!

 

/জেইউ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা