X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মহাখালীতে ট্রেনের ধাক্কায় প্যারামেডিক্যালের ছাত্র নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৯, ২৩:৫৮আপডেট : ০২ মে ২০১৯, ০০:০০

ট্রেন দুর্ঘটনা ট্রেনের ধাক্কায় শিমুল সুত্রধর (২০) নামে প্যারামেডিক্যালের এক ছাত্র প্রাণ হারালেন। বুধবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা আহত অবস্থায় শিমুলকে উদ্ধার করে মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার ওসি মো. ইয়াসিন ফারুক মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা ঢাকা রেলওয়ে থানাকে অভিহিত না করেই আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও আমাদের কিছু জানায়নি।’

নিহতের মামা রিন্টু বলেন, শিমুল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রঞ্জিত সুত্রধরের ছেলে। সে ঢাকায় মিরপুর এলাকায় বসবাস করতো। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা আমাকে খবর দেয়। তাদের কাছে আমি জেনেছি, শিমুল মহাখালী রেলগেট এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯ টার দিকে শিমুলকে মৃত ঘোষণা করেন।

শিমুল প্যারামেডিক্যালে তিন মাসের একটি কোর্স করছিল। ফার্মগেট এলাকায় কোচিং করতে যেত। তবে, মহাখালীতে সে কেনও গিয়েছিল; তা আমি জানি না।

/এআইবি/এসজেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি