X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মিরপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৯, ০৭:১৮আপডেট : ০৯ মে ২০১৯, ০৭:২০

তমা খান ইতি রাজধানীর মিরপুরে তমা খান ইতি (৩০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে শামীম সরণির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বামীর নাম শামিম আহমেদ রনি। তিনি চিত্রপরিচালক। বর্তমানে রনি দেশের বাইরে রয়েছেন।

মিরপুর থানা পুলিশ জানিয়েছে, দুই বোনের সঙ্গে থাকতেন তমা। দুই বোন সকালে কাজে বের হন। ফিরে আসেন সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে। ইফতারের সময় হওয়ায় বাসায় ঢুকে পানি পান করেন দুজন। এরপর তমাকে ডাকলে কোনও সাড়া না পেয়ে তার কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বাসার দরজার চাবি তিন বোনের কাছেই ছিল। দুই বোন ফিরে এসে দরজা লক করা অবস্থায় পান এবং তাদের কাছে থাকা চাবি দিয়ে ভিতরে প্রবেশ করেন। তমাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে হাসপাতালে আসে মিরপুর থানা পুলিশ।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) অজিত রায়।

তিনি দুই বোনের বরাত দিয়ে বলেন, ‘তারা জানিয়েছেন, তমা বেশ কিছুদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন। তার চাকরি ছিল না। এছাড়া আরও কিছু সমস্যা ছিল। আমরা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।’

 

/আরজে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া