X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আমিরাতে তাঁবুর ইফতারে প্রিয়জনের মুখ খুঁজে ফেরেন প্রবাসীরা

ইউএই প্রতিনিধি
১২ মে ২০১৯, ০২:৫০আপডেট : ১৩ মে ২০১৯, ২০:২২




আমিরাতে তাঁবুতে ইফতার মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রায় ৭৬ শতাংশ লোকই মুসলিম। স্থানীয়দের পাশাপাশি দেশটিতে ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি, ফিলিপাইন, ইরান ও মিশরসহ বেশ কয়েকটি দেশের নাগরিক বসবাস করে। অভিবাসীদের কথা মাথায় রেখে সরকারি পর্যায় থেকে প্রতিবছর রমজানের শুরুতেই মসজিদ, বাজার ও গুরুত্বপূর্ণ স্থান ঘিরে ইফতারের তাঁবু টানানো হয়। কোথাও কোথাও বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্যোগেও তৈরি করা হয় এসব তাঁবু। বিরিয়ানি, খেঁজুর, শরবত আর পানির সমন্বয়ে সাজানো থাকে তাঁবুর ইফতারের থালা। 

অভিবাসী রোজাদারদের একটি বড় অংশ প্রতিদিন ইফতার করেন এসব তাঁবুতে। এদের বেশিরভাগই এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। বিশেষ করে ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি, শ্রীলংকান ও নেপালিদের সংখ্যাই বেশি। নিজেদের ক্রয় ক্ষমতা থাকলেও সম্মিলিত ইফতারের বাড়তি আগ্রহ থেকেই অনেকে ছুটে আসেন এসব তাঁবুতে। দূর পরবাসে এসব তাঁবুর ইফতারে অংশ নেওয়াদের মধ্যে তারা পরিবারের সদস্যদের চেহারা খোঁজেন। কোথাও শতাধিক লোকের সমাগম, আবার কোথাও উপস্থিতির সংখ্যা দাঁড়ায় হাজারে।

আরব আমিরাতে এবারের ইফতার আয়োজনে সবচেয়ে বেশি লোক সমাগম হচ্ছে আবুধাবির শেখ জায়েদ বিন আল নাহিয়ান মসজিদের ইফতার আয়োজনে। সেখানে প্রতিদিন ইফতারে অংশ নেন প্রায় ৩০ হাজার মানুষ।

পরিবার নিয়ে বসবাস করা নাগরিকদের চিত্র ভিন্ন। তাদের বাসা বাড়িতে থাকে বাহারি ইফতার আয়োজন আবার হোটেল-রেস্তোরাঁয় ইফতারের বিশেষ প্যাকেজ থাকায় সেখানেও ভিড় করেন অনেকে। এসব হোটেল-রেস্তোরাঁয় খাবারের মেন্যুর প্রথম সারিতেই থাকে এশিয়ান নাগরিকদের পছন্দে ইফতার সামগ্রী। অভিজাত হোটেলের মতো ফুটপাতেও ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেন বিক্রিতারা।

আমিরাতে তাঁবুর ইফতারে প্রিয়জনের মুখ খুঁজে ফেরেন প্রবাসীরা ইফতার বাজারের এমন চিত্র দেখা যায় দুবাই, আজমান, শারজা, আল-আইন, রাস আল খাইমা, ফুজাইরাহ, আবুধাবি ও মুসাফফার মত শহর ও শহরের বাইরের এলাকাগুলোতে। এসব দোকানের ইফতার আইটেমে থাকে ছোলা, মুড়ি, পিঁয়াজু, বেগুনি, জিলাপি, চপ, খেজুর আর বিভিন্ন ফল।

ভিন্নতা আছে বাংলাদেশি কমিউনিটিতেও। রমজান এলেই হিড়িক পড়ে ইফতার আয়োজনের। আমিরাতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক আর জেলা-উপজেলার নামে গঠিত বাংলাদেশি সংগঠন থাকায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও হোটেল-রেস্তোরাঁয় হয় ইফতারের আয়োজন। সম্মিলিত এসব ইফতার আয়োজনে অংশ নিয়ে রমজান অতিবাহিত করেন প্রবাসীরা। দেশ থেকে হাজার মাইল দূরে একেকদিন একেক আঙ্গিকে প্রবাসীরা ভিন্ন ভিন্ন চেহারার মধ্যে খুঁজে ফেরেন স্বজন-পরিবারের সদস্যদের মুখ।

/টিটি/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া