X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শৌচাগারে রেখে যাওয়া সেই নবজাতককে দত্তক নিতে শত শত মানুষের আগ্রহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৯, ০৩:০৭আপডেট : ১৬ মে ২০১৯, ০৩:২১

শিশু হাসপাতালের শৌচাগারে উদ্ধার হওয়া সেই নবজাতক রাজধানীর শেরেবাংলা নগর থানার শিশু হাসপাতালের শৌচাগারে রেখে যাওয়া শিশুটি উদ্ধারের পর চিকিৎসা পেয়ে সুস্থ হয়েছে। তাকে দত্তক নিতে আগ্রহী শত শত মানুষ শিশু হাসপাতালের নিয়ম-কানুন জানতে চেয়েছে। কেউ কেউ তদবিরও করছেন। তবে পুলিশ জানিয়েছে, শিশুটি সুস্থ হওয়ার পর আদালত তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দুই নারীকে সন্দেহ করা হচ্ছে। তবে তাদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

বুধবার (১৫ মে) দুপুরে শিশু হাসপাতালে গিয়ে দেখা গেছে, শিশুটিকে একটি কেবিনে পুলিশি পাহারায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বুধবার সারাদিনেও শিশুটির অভিভাবকদের খুঁজে পায়নি পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘পুলিশের তত্ত্বাবধানে নবজাতকটিকে শিশু হাসপাতালের একটি কেবিনে চিকিৎসকের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। শিশুটির নিরাপত্তায় কেবিনের সামনে রাখা হয়েছে পুলিশ।’

তিনি বলেন, ‘নবজাতককে প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দিতে শিশু হাসপাতাল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতেও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শেরেবাংলা নগর থানা পুলিশ। পাশাপাশি ইচ্ছাকৃতভাবে কেউ শিশুটিকে শিশু হাসপাতালের রেখে গেলো কিনা কিংবা কোনও অসাধুচক্র শিশুটিকে অন্য কোনও জায়গা থেকে চুরি করে কাউকে দেওয়ার জন্য এখানে এনেছে কিনা সে বিষয়েও বিস্তারিত তদন্ত করা হচ্ছে।’

পুলিশের ধারণা, শিশুটি অন্য কোথাও থেকে এনে এই হাসপাতালে রাখা হয়েছে। কারণ শিশু হাসপাতালে প্রসব বা ডেলিভারি সংক্রান্ত কোনও ইউনিট নেই।

শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, শিশুটি প্রথম থেকেই সুস্থ ছিল। চিকিৎসা দেওয়ার পর সে আরও সুস্থ হয়েছে।

মা, আমাকে নিয়ে যাও, তোমায় ছাড়া ঘুম আসে না আমার

এই শিরোনামে ডিএমপির তেজগাঁও বিভাগের ফেসবুক পেজে শিশুটিকে তার প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছে পুলিশ। সেখানে লেখা হয়েছে, ‘এই নিষ্পাপ শিশুটিকে শেরেবাংলা নগর থানাধীন শিশু হাসপাতালে পাওয়া গেছে। শেরেবাংলা নগর থানা পুলিশের তত্ত্বাবধানে শিশুটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই নিষ্পাপ শিশুটি ফিরে পাক তার মা-বাবাকে। মা-বাবার কোল আলোকিত করে বেড়ে উঠুক আসল পরিচয়ে। মা-বাবার কোল ভরে উঠুক এই নিষ্পাপ শিশুটির কান্না ও হাসিতে।’

যদি কোনও হৃদয়বান ব্যক্তি শিশুটির মা-বাবা ও পরিচিত জনকে চিনে থাকেন বা তাদের সম্পর্কে কোনও তথ্য জেনে থাকেন, নিচে উল্লিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো:

ওসি (শেরেবাংলা নগর থানা): ০১৭১৩৩৯৮৩৩৫

এসি (তেজগাঁও জোন): ০১৭১৩৩৭৩১৭৮

পুলিশের এই স্ট্যাটাসের পর শত শত মানুষ দেশ-বিদেশ থেকে এই দুটি নম্বরে ফোন দিয়ে শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে পুলিশ সর্বাত্মকভাবে তার প্রকৃত অভিভাবককে খুঁজে বের করার চেষ্টা করছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুই নারীকে সন্দেহ করা হচ্ছে। তবে তাদের এখনও শনাক্ত করা যায়নি।

গত ১৪ মে দুপুর ২টার দিকে শিশু হাসপাতালের শৌচাগার থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শিশুটির বয়স তিন-চার দিন হতে পারে।

আরও পড়ুন: শিশু হাসপাতালের বাথরুম থেকে নবজাতক উদ্ধার

 

 

/এআরআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা