X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘দায়িত্বশীলদের দায়বদ্ধতা থাকলে সড়কে শৃঙ্খলা থাকতো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৯, ১৩:১১আপডেট : ২৭ মে ২০১৯, ২০:১১

 সড়ক ব্যবস্থার উন্নয়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘সরকার, পুলিশ ও দায়িত্বশীলদের দায়বদ্ধতা থাকলে সড়কে শৃঙ্খলা থাকতো।’ শুক্রবার (২৪ মে) বেলা ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করো: নিরাপদ গণপরিবহন নিশ্চিত করো’ শীর্ষক ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘পৃথিবীর কোনও দেশে পরিবহন ব্যবস্থার এমন বিশৃঙ্খল অবস্থা নেই। আমরা আজ বললেই রাস্তার উন্নতি হয়ে যাবে, বিষয়টা এমন না। তবে সরকারকে আন্তরিক হতে হবে। সড়ক পরিবহন আইন হলেও গত ৭-৮ মাসে বিধিমালা তৈরি হয়নি।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘সড়কে শৃঙ্খলা না আনলে দুর্ঘটনা কমবে না। সরকার কী করতে চায়, তা বাজেটের আগেই জনগণকে জানাতে হবে।’

মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আব্দুল মতিন ১৫টি দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর যুগোপযোগী সংশোধনী আনা ও বাস্তবায়ন; পথচারী ও অযান্ত্রিক যানে নিরাপদে চলাচলের উপযোগী পরিবেশ তৈরি; উল্টোপথে গাড়ি চালানো বন্ধ করা; যথাযথভাবে বিদ্যমান সড়ক পথ পরিচালনা ও মেরামত করা; ভুয়া লাইসেন্সধারী চালকদের নিষিদ্ধ ও শাস্তি প্রদানের ব্যবস্থা করা; পরিবহন মালিকদের জবাবদিহিতার আওতায় আনা এবং অপরাধের ভিত্তিতে শাস্তির বিধান চালু করা; ত্রুটিযুক্ত গাড়ি বাতিল করা; গাড়ি চালকদের ট্রিপের পরিবর্তে মাসিক বেতনে নিয়োগের ব্যবস্থা করা; সড়ক ব্যবহারকারী সবার সচেতনতা বৃদ্ধি; যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা; বিআরটিএকে স্বচ্ছ ও কার্যকর করা; রেল ও নৌব্যবস্থার আধুনিকীকরণ ও সম্প্রসারণ করা এবং সড়ক নির্ভরতা কমানো; প্রশিক্ষিত, দক্ষ ড্রাইভার তৈরি করতে প্রতিটি জেলায় প্রশিক্ষণ একাডেমি চালু করা; যাত্রী, যানবাহনের মালিক, চালক, আইন প্রয়োগকারী সংস্থাসহ সবার সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং পেশাদার চালকের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে মালিকপক্ষ থেকে নিয়োগপত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করত হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২১ মে সড়ক দুর্ঘটনায় বাপার সাবেক কর্মী উত্তম দেব নিহত হন। এ ঘটনার পর তার নামে বাপাসহ ২৭টি সংগঠন ‘উত্তম দেব নিরাপদ সড়ক প্রচার অভিযান’ এর ব্যানারে কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ২৭টি সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন।

 

/আরজে/টিটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়