X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শাহজালালে সৌদিগামী দুই রোহিঙ্গা নারী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৯, ১৪:২৬আপডেট : ২৫ মে ২০১৯, ১৪:৩৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ছবি) বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়ার চেষ্টার সময় দুই রোহিঙ্গা নারীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। শনিবার রাতে তাদের আটক করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ।

ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘স্পেশাল ব্রাঞ্চ দুই নারীকে আটক করেছে। তারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদিআরবে যাওয়ার জন্য এসেছিলেন।’ আটক নারীরা  পুলিশের স্পেশাল ব্রাঞ্চের হেফাজতে রয়েছে বলে জানান বিমানবন্দরের আর্মড পুলিশের এক কর্মকর্তা।

এ প্রসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই নারী আটক হয়েছেন। বিষয়টি দেখছে ইমিগ্রেশন পুলিশ। তারা তদন্ত করছে, আরও অনেক বিষয় খতিয়ে দেখছে। তাই এ মুহূর্তে তদন্তের স্বার্থে বেশি কিছু বলা সম্ভব নয়।’

এর আগে  গত ৩১ মার্চ বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশ যাত্রার সময়  চার রোহিঙ্গা আটক হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাদের মধ্যে এক জন পুরুষ ও তিন জন নারী ছিলেন। তারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইন্দোনেশিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন।

সূত্র জানায়, গত রাতে আটক এক রোহিঙ্গা নারীর নাম জাবেদা খাতুন। তার বয়স ৬৪ বছর। তিনি পাসপোর্ট করেছেন নারায়ণগঞ্জ থেকে। আরেকজনের নাম জমিলা বেগম, তার বয়স ৬০ বছর। তিনি পাসপোর্ট করেছেন চট্টগ্রাম থেকে। পুলিশের ধারণা এই দুই নারীর স্বজন সৌদি আরবে আছেন, যারা আগেই সে দেশে গিয়েছেন।

 

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা