X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে বিস্ফোরণ, আহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৯, ২২:৫১আপডেট : ২৭ মে ২০১৯, ১৯:৩১

আহত পুলিশের সহকারী উপপরিদর্শক রাশেদা আক্তার

রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গাড়িটি লক্ষ্য করে বোমা জাতীয় কিছু ছুড়ে মারার কারণেই এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ওই গাড়িতে থাকা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা আক্তার ও রিকশাচালক লাল মিয়াসহ দুই পথচারী আহত হন।

রবিবার (২৬ মে) রাত ৮টা ৫৩ মিনিটে মালিবাগ মোড়ে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের প্রাথমিকভাবে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থলে থাকা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের একটি গাড়িতে বোমা জাতীয় কিছু মারা হয়েছে। তবে সেটি কী ধরনের বোমা তা বলতে পারছি না। ঘটনাস্থলে অপরাধ তদন্ত (সিআইডি) শাখা এসেছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত জানাতে পারবেন। ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি মারা হয়েছে। সেটি গাড়ির পেছনে এসে লেগেছে।’

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় ওই গাড়িতে থাকা নারী পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা আক্তারসহ দুই পথচারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

প্রত্যক্ষদর্শী পলওয়েল জি ফিলিং স্টেশনের ডেলিভারি ম্যান মো. রাশেদ শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবাই ফিলিং স্টেশনে বসে ছিলাম। রাত পৌনে ৯টার দিকে বিকট একটি শব্দ হয় এবং সামনেই তাকিয়ে দেখি পুলিশে একটি গাড়িতে আগুন জ্বলছে। এই দেখে স্টেশনে থাকা এক্সটিংগুইশার নিয়ে আগুন নেভাতে ছুটে যাই। সেখনে দেখি তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজন নারী পুলিশও ছিলেন। দ্রুত তাদের উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে তা বলতে পারি না।’

 

 

/এমএএ/এএইচ/ এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?