X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা সিটিতে ‘ভাগ্য পরিবর্তনের’ দোকানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৯, ২০:২২আপডেট : ৩০ মে ২০১৯, ২৩:৪৬

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকি বসুন্ধরা সিটিতে কথিত জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতীর ভাগ্য পরিবর্তনের দোকানসহ ২০টি দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় নামিদামি সব ব্র্যান্ডের নামে নকল বিদেশি কসমেটিক্স বিক্রির অপরাধে বিবিবি কসমেটিক্স (বিডি বাজেট বিউটি) সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (২৯ মে) দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটিতে এ অভিযান চালানো হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, সহকারী পরিচালক মো. মাসুম আরিফিন ও আফরোজা রহমান অভিযান পরিচালনা করেন। তাদের সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ উপস্থিত ছিলেন।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের বলেন, ‘‘ভাগ্য পরিবর্তনের নামে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এজন্য বসুন্ধরা সিটিতে লিটন দেওয়ান চিশতীর ‘শেষ দর্শন আজমেরী জেমস হাউস’’কে জরিমানা করা হয়েছে। এছাড়া আরও একটি ভাগ্য পরিবর্তনের দোকানকে জরিমানা করা হয়েছে। এসব দোকান বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলুব্ধ করে। পাথর বিক্রি করে, স্বামী-স্ত্রীর মিল-অমিল, চাকরি ব্যবস্থায় উন্নতির কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।’’

ভাগ্য পরিবর্তনের বিজ্ঞাপন মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘বিবিবি কসমেটিক্স অবৈধ পন্থায় আনা (লাগেজ পার্টির) বিভিন্ন বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রি করছে। এসব প্রসাধনীর গায়ে আমদানিকারকের নাম লেখা নেই। তাই সেটি বন্ধ করা হয়েছে। এর আগেও এই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছিল।’

বিবিবি কসমেটিক্স এর মালিক নাঈমা রহমান অরকা জানান, তাদের দোকানের অন্তত ৯৯ শতাংশ পণ্যে আমদানিকারকের স্টিকার আছে। কিছু ছোট পণ্যে স্টিকার যুক্ত করা ছিল না। সেগুলোতে স্টিার যুক্ত করা হচ্ছে।

 

/এআরআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ