X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে সমন্বয় ও সিদ্ধান্তহীনতা স্পষ্ট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৯, ১৪:৫৬আপডেট : ১১ জুন ২০১৯, ১৫:১০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে সমন্বয় ও সিদ্ধান্তহীনতা স্পষ্ট বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মঙ্গলবার (১১ জুন) খালেদা জিয়ার বিচারের জন্য কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তরের  প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে করা রিটের শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মুরাদ রেজা বলেন, ‘ওই গেজেট হয়েছে ১২ মে। পরে মামলাটি কেরানীগঞ্জের আদালতে ১৯ ও ৩০ মে দু’টি আদেশ হয়। মামলাটি অভিযোগ গঠনের জন্য ছিল। খালেদা জিয়া ওখানে যাননি। তিনি না যাওয়ার কারণে আদালত অভিযোগ গঠনের জন্য ২৩ জুন পুনরায় দিন নির্ধারণ রেখেছেন। গেজেটের পর দু’দিন তার আইনজীবীরা কেরানীগঞ্জের আদালতে গিয়ে শুনানি করেছেন। তারপর এসে গেজেট চ্যালেঞ্জ করেছেন। একইসঙ্গে তারা যে দু’দিন কেরানীগেঞ্জর আদালতে গিয়ে শুনানি করেছেন তা রিটের শুনানিতে হাইকোর্টকে বলেননি।’

তিনি বলেন, ‘২৮ মে হাইকোর্টে রিটটি শুনানি শুরু করেছিলেন। শুনানিকালে তাদেরকে (আইনজীবীদের) কেরানীগঞ্জের আদালতের দু’টি আদেশ আনতে বলেন হাইকোর্ট। আইনজীবীরা আদেশ দু’টি ১০ জুন হাইকোর্টে জমা দিয়েছেন। তা এফিডেবিট করতে সময় চেয়েছেন। এরপর আজ (মঙ্গলবার) তারা (আইনজীবীরা) সেই আদেশ এফিডেবিট আকারে কোর্টে দাখিল করে খালেদা জিয়ার জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী বক্তব্য রাখলেন। কিন্তু তিনি আদালতকে বলতে পারলেন না যে তিনি এ মামলায় রুল শুনানি করছেন নাকি আরও সময় চাচ্ছেন। আদালত তাকে বলেন, তাহলে আপনারা এই রিট নিয়ে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আসলেন কেন? আপনাদের তো আসাই উচিত হয়নি। এসময় ব্যারিস্টার মওদুদ আহমদ আদালতকে বলেন, এই রিটটি অন্য আদালতে যাক, সেখানে শুনানি করা হবে। এভাবেই খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে সমন্বয়হীনতা ও সিদ্ধান্তহীনতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন,  ‘আমার মনে হয়,তারা এ মামলায় সময়ক্ষেপণ করতেই নতুন গেজেটটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন।’
প্রসঙ্গত, এর আগে গত ২১ মে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী কায়সার কামাল সংশ্লিষ্ট প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে আইন মন্ত্রণালয়ের সচিবকে একটি আইনি নোটিশ পাঠান।


 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান