X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘পাকিস্তানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর সংগ্রামের ফসল আজকের বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৯, ১৮:৪৪আপডেট : ১৪ জুন ২০১৯, ১৮:৪৮

বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা বঙ্গবন্ধু ঘোষিত ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব বাঙালি জাতির মুক্তির সনদ ছিল বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক। তিনি বলেন, ‘পাকিস্তানের ২৩ বছরের অত্যাচার, নীপিড়ন ও বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু সংগ্রাম করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর সংগ্রামের ফসল আজকের এই বাংলাদেশ।’

শুক্রবার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে ‘স্বাধীনতার প্রেক্ষাপট, ৬ দফা ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

ডা. এস এ মালেক বলেন, ‘ছয় দফার মধ্যে যেমন স্বায়ত্ত শাসনের কথা ছিল, তেমনি অর্থনৈতিক মুক্তির দিক-নির্দেশনাও ছিল। আরও ছিল প্রতিরক্ষা, পররাষ্ট্র ও ব্যবসা-বাণিজ্যসহ বাঙালির সবক্ষেত্রে সমান সুযোগ প্রতিষ্ঠার দিক-দর্শন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বাঙালির মুক্তি ও স্বাধীনতার কথা বঙ্গবন্ধু সব সময় ভাবতেন। বাঙালির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তিনি আন্দোলন সংগ্রাম গড়ে তোলেন। রাষ্ট্রভাষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলনের রূপকার ছিলেন তিনি। বঙ্গবন্ধু পাকিস্তানি স্বৈরশাসনের হাত থেকে বাঙালির মুক্তির জন্য রাজনৈতিক কর্মসূচি দেন এবং ধাপে-ধাপে তা বাস্তবায়ন করেন।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

/এইচএন/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!