X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নারী নির্যাতন জাতীয় উন্নয়নের পথে বড় বাধা: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৯, ১৯:২৭আপডেট : ১৬ জুন ২০১৯, ১৯:৩০

স্পেশাল পাবলিক প্রসিকিউটররেদ বিশেষ প্রশিক্ষণ কোর্সে বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীরা প্রতিনিয়ত বঞ্চনা ও নির্যাতনের শিকার হন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘নারী নির্যাতন জাতীয় উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা।’ রবিবার (১৬ জুন) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল’-এর স্পেশাল পাবলিক প্রসিকিউটদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই বাধা দূর করার জন্য বেশকিছু পদক্ষেপ নিয়েছে। যার অন্যতম পদক্ষেপ ছিল নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের আধুনিকায়ন।’

আনিসুল হক বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোয় বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির আগে ছিল ৫৪টি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল। এগুলোর পাশাপাশি ২০১৮ সালের এপ্রিল মাসে ২৯টি জেলায় আরও ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন করা হয়। সেগুলোতে বিচারকও নিয়োগ দেওয়া হয়েছে।’  

মামলার পরিসংখ্যান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের খুশির খবর হলো, গত এক বছরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালগুলোতে নতুন করে মামলা জট তৈরি হয়নি। বরং বিচারাধীন ১ হাজার ৮৩১টি মামলা কমেছে। গত দুই বছরের মামলার পরিসংখ্যান বলছে,  ২০১৮ সালের মার্চ মাসে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতে বিচারাধীন মামলা ছিল ১ লাখ ৬৬ হাজার ৩৮২টি। ২০১৯ সালের একই সময়ে এসে সেখানে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৫১টি।’

বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রসিকিউটরদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘আপনাদের অবশ্যই আদালতের সময় ব্যবস্থাপনা সংক্রান্ত সব নির্দেশনা মেনে চলতে হবে। সচেষ্ট হতে হবে আদালতে ঠিক সময়ে সাক্ষী হাজিরসহ নির্ধারিত তারিখে সাক্ষী পরীক্ষা করার ক্ষেত্রেও। সব অবস্থায় আদালতের নির্দেশনা পালন করে আদালতের মামলা ব্যবস্থাপনা প্রক্রিয়াকে সহায়তাসহ মামলা জট কমানোর চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতা গড়ে তুলতে হবে।’

আইনমন্ত্রী বলেন, ‘বিচারপ্রার্থী জনগণ আপনাদের নিকট যেন সবরকম সহোযোগিতা পায়, সে বিষয়ে সজাগ থাকবেন।  আপনারা জানেন যে, সরকার দুর্নীতির ক্ষেত্রে জেরো টলারেন্সনীতি গ্রহণ করেছে। সেজন্য আদালত অঙ্গনে দুর্নীতি সংক্রান্ত সব প্রথাগত কর্মকাণ্ড পরিহার করে সততা, স্বচ্ছতা ও সাহসিকতার সমন্বয়ে দায়িত্ব পালন করবেন।’

এর আগে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও বক্তব্য রাখেন।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া