X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শিক্ষা সচিবের নির্দেশে ভিকারুননিসা নিয়ে জারি করা আগের আদেশ বাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৯, ২০:৪৮আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২০:৫২


ভিকারুননিসা নূন স্কুল বিতর্কের মুখে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ স্থগিতের আদেশ সংশোধন করলো শিক্ষা মন্ত্রণালয়। নতুন আদেশে অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া বাতিল রাখার কথা বলা হলেও গভর্নিং বডির সাবেক সভাপতি ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিবসহ ৫ জনের বিরুদ্ধে জারি করা আদেশের পুরোটাই বাদ দেওয়া হয়েছে।
রবিবার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা শিক্ষা বোর্ড সংশোধিত আদেশ জারি করেছে।
এতে বলা হয়েছে, প্রক্রিয়া যথাযথ না হওয়ায় নিয়োগ কার্যক্রম বাতিল করা হলো। অধ্যক্ষ নিয়োগের বিধিমালা অনুসরণ করে অধিকতর বিশ্বাসযোগ্য নিয়োগ কার্যক্রম পুনরায় আরম্ভের জন্য অনুরোধ করা হলো।
গত বৃহস্পতিবার (৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে ভিকারুননিসার অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছিল।
ভিকারুননিসার অধ্যক্ষ নিয়োগ কমিটিতে ছিলেন প্রতিষ্ঠানটির তৎকালীন পরিচালনা পর্যদের সভাপতি গোলাম আশরাফ তালুকদার, সদস্য আতাউর রহমান ও সদস্য ডা. মজিবুর রহামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব অধ্যাপক শাহেদুল খবীর চৌধুরী এবং ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌস আরা।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা বিধিমালা, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগ বিধিমালাসহ সব ধরনের বিধি লঙ্ঘন করা হয়েছিল। এ কারণে আদেশ জারির পর থেকেই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
এ অবস্থায় বিষয়টি নজরে আসে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনের। তিনি দ্রুত আগের আদেশ থেকে নিষেধাজ্ঞার অংশ তুলে নতুন আদেশ জারি করতে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে নির্দেশ দেন।
মো. সোহরাব হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আগের আদেশটি ঠিক হয়নি। প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে বেসরকারি লোকজন রয়েছে। তাদের সম্মানে আঘাত করার মতো। ওই অংশটি বাদ দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে বলা হয়েছে। তারা যে আদেশ দেবেন, সেটাই হবে যথাযথ।’
ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষা বোর্ড যে আদেশ দিয়েছে সেখানে কারও বিরুদ্ধে নিষেধাজ্ঞা নেই। তাছাড়া আগের গভর্নিং বডির সেই সদস্যরা তো এখন আর সেখানে নেই।’
উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এখন কার্যকর আছে এডহক কমিটি। ফলে তারাও বিধি অনুসারে অধ্যক্ষ নিয়োগ দিতে পারবে না। অথচ পূর্ণ অধ্যক্ষ নেই প্রায় ৯ বছর।


/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন