X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পরিবেশ দূষণের দায়ে সাত কারখানা বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ২১:০৪আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:১৩

পরিবেশ অধিদফতরের অভিযান রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকার ছয়টি ওয়াশিং ও একটি প্লাস্টিক কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতর। বুধবার (১৭ জুলাই) অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং পরিচালক রুবিনা ফেরদৌসী এ অভিযান পরিচালনা করেন।

রুবিনা ফেরদৌসী জানান, অভিযানে আশরাফ ওয়াশিং প্লান্ট, প্রাইম ওয়াশিং প্লান্ট, মায়ের দোয়া ওয়াশিং প্লান্ট, স্টার ওয়াশিং (দি শাহীন ডিজাইন), সুমনের ওয়াশিং প্লান্ট, শাইনিং ওয়াশিং প্লান্ট এবং তেজো প্লাস্টিক কারখানা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরিবেশের ক্ষতি করায় কারখানা মালিকদের আগামী ২১ জুলাই পরিবেশ অধিদফতরে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ে শুনানির জন্য হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

রুবিনা ফেরদেীসী জানান, দীর্ঘদিন ধরে সাতারকুলে ওয়াশিং কারখানাগুলো পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও ইটিপি নির্মাণ না করে কারখানার উৎপাদিত অপরিশোধিত তরল বর্জ্য খালে ফেলে পরিবেশ দূষণ করছে। পরিবেশ অধিদফতর এসব কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার পরিবেশ দূষণের দায়ে ক্ষতিপূরণ ধার্য্য করে সতর্ক করে এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ করে দূষণ নিয়ন্ত্রণের নির্দেশ দেয়। কিন্তু, বারবার তাগিদ দেওয়া পর কারখানা মালিকরা ইটিপি কার্যকর না করে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়াই কারখানা পরিচালনা করতে থাকেন এবং দূষণ অব্যাহত রাখে। তাই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম ও আসিফ শরীফ রহমান, উপপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন, পরিদর্শক মো. মির্জা আসাদুল কিবরীয়া ও পরিবেশ অধিদফতরের ঢাকা মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মোসাদ্দেক হোসেন রাজিব উপস্থিত ছিলেন।

/এসএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা