X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রিয়া সাহাকে গ্রেফতার ও শাস্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৯, ১৪:৩১আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৪:৩৫

ফিউচার অব বাংলাদেশের মানববন্ধন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছেন তা দেশবিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বলে মনে করে ‘ফিউচার অফ বাংলাদেশ’ নামের একটি সংগঠন। এ ধরনের বক্তব্য দেওয়ায় তাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। শ‌নিবার (২০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।

‌মানববন্ধনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন বলেন, ‘বহির্বিশ্বে এমন ভিত্তিহীন তথ্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে প্রিয়া সাহার নাগরিকত্ব বাতিলের দাবি করছি। তার নাগরিকত্ব বাতিল না করলে ফিউচার অফ বাংলাদেশসহ সারাদেশের মানুষকে একত্রিত করে আন্দোলন করে যাবো। কেননা তিনি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন।’

রকিবুল ইসলাম রিপন বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য প‌রিষদ এখনও পর্যন্ত প্রিয়া সাহার বি‌রু‌দ্ধে কোনও ব্যবস্থা বা বিবৃতি দেয়নি। এই সংগঠনের নেতাদের সঙ্গে তার কোনও যোগসূত্র আছে কিনা সরকার‌কে তা খ‌তিয়ে দেখার অনুরোধ কর‌ছি।’

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি আরও ব‌লেন, ‘ যেখানে মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছে, সেখান বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। আমরা আন্তর্জাতিক অঙ্গনে দেখতে পাই, চীনে কীভাবে মুসলমান নিধন করা হচ্ছে। প্রতিবেশী দেশ ভারতে কীভাবে মুসলমানদের খুন করা হচ্ছে। কিন্তু যখন বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছে; তখন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেত্রী প্রিয়া সাহা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরু‌দ্ধে এমন বক্তব্য দিলেন। সে আসল রাজাকার। অবিল‌ম্বে তা‌কে দে‌শে ফি‌রি‌য়ে এনে শা‌স্তির আওতায় আনা হোক।’

সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আজিজের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— কে জি সেলিম, মহিউদ্দিন সজীব, অ্যাডভোকেট মোজাম্মেল হক, তানভীর আহমেদ, শাহজাহান কামাল, মুক্তার আকন্দ প্রমুখ।

 

 

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না