X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মশার ওষুধের ঘনত্ব বাড়ানো হবে পরিবেশের জন্য আত্মঘাতী

শাহেদ শফিক
২২ জুলাই ২০১৯, ২০:৫৯আপডেট : ২২ জুলাই ২০১৯, ২১:২২

মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম (ফাইল ফটো) রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যবহৃত মশার ওষুধের মান নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সিটি করপোরেশনও বলছে তাদের ওষুধে মশা মরছে না। এজন্য উত্তর সিটি করপোরেশন ওষুধ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বর্তমানে ব্যবহৃত ওষুধের ঘনত্ব বাড়িয়ে মশা নিধন কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। আর দক্ষিণ সিটি করপোরেশন তাকিয়ে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকে। এ অবস্থায় ওষুধের ঘনত্ব বাড়িয়ে দিলে পরিবেশ ও প্রতিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, মশার ওষুধের ক্ষতিকর প্রতিক্রিয়ায় হাঁপানি, শ্বাসকষ্ট, ক্যানসার, ফুসফুস, কিডনির রোগসহ নানা রোগের আশঙ্কা রয়েছে। তাছাড়া পরিবেশের অন্যান্য প্রাণীকূলের জন্যও হুমকিস্বরূপ। এজন্য ওষুধ প্রয়োগে নির্ধারিত মানমাত্রার বাইরে যাওয়া যাবে না।

গত ১৫ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ‘মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যবহৃত অধিকতর কার্যকর কীটনাশক প্রবর্তন’ শীর্ষক এক সভায় সংস্থাটিতে বর্তমানে ব্যবহৃত মশার ওষুধ পরিবর্তনের সিদ্ধান্ত নেন। পাশাপাশি নতুন ওষুধ না কেনা পর্যন্ত বর্তমান ওষুধের ঘনত্ব বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী মাঠ পর্যায়ে প্রয়োগও চলছে। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তকে উদ্বেগজনক ও ভয়ঙ্কর বলে মনে করছে দক্ষিণ সিটি করপোরেশন।
সংস্থাটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও ব্যক্তি যদি মশার ওষুধের ঘনত্ব বাড়িয়ে দেওয়ার কথা বলেন, সেটা অত্যন্ত আতঙ্কজনক একটা ব্যাপার। এটার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। এখানে আমাদের আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) এবং আমাদের সরকারি অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। তারা ওষুধের পরিমাপ ঠিক করেন। কোনটা কতটুকু দিতে হবে, কোনটাতে কতটুকু মিশ্রণ করতে হবে তা ঠিক করে দেন। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠানো হয়। তারা এটা যাচাই-বাছাই করে অ্যাপ্রুভ করে। তারপর আমরা এটা মাঠপর্যায়ে ব্যবহার করি।’

তিনি বলেন, ‘আমরা নৌবাহিনীর মালিকানাধীন নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে মশার ওষুধ কিনে থাকি। গত ২০ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা আমাদের ওষুধ তাদের দিয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই তারা আমাদের এর ফলাফল জানাবেন। এরপর ওষুধ পাল্টানোসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মশক নিধন কার্যক্রম ও পূর্ণাঙ্গ মশা নিধনে কীটনাশকের কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে মশার ওপর কীটনাশকের কার্যকারিতা এবং পরিবেশের ওপর এর প্রভাব তুলে ধরা হয়। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে সভায় উপস্থিত ব্যক্তিরা পরবর্তী কীটনাশক না কেনা পর্যন্ত বর্তমানে ব্যবহৃত কীটনাশকের ঘনত্ব বাড়িয়ে ব্যবহার করার পরামর্শ দেন। পাশাপাশি দীর্ঘমেয়াদি কীটনাশক হিসেবে অধিকতর কার্যকর কীটনাশক ও নতুন প্রযুক্তি সংযোজন করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, এর আগে ২০০০ সালের দিকে নগরজুড়ে ডেঙ্গু পরিস্থিতি দেখা দেওয়ায় তৎকালীন ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) মশার ওষুধের ঘনত্ব বাড়িয়ে দেয়। তখন ব্যাপক হারে পরিবেশ ও ফসল উৎপাদনের জন্য উপকারী ইঁদুর বিড়ালসহ বিভিন্ন ধরনের কীটপতঙ্গ মারা যায়। পরে সিটি করপোরেশন সে সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়।
এ বিষয়ে জানতে চাইলে সরকারের আইইডিসিআর অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘চাইলেই ওষুধের ঘনত্ব বাড়িয়ে দেওয়া যাবে না। তবে যাবে যদি সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানমাত্রার নিচে থাকে। আমরা মনে করি, এর বাইরে তারা অবশ্যই যাবেন না। এর বাইরে গেলে অবশ্যই পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হবে। তারা আমাদের কাছে আসলে অবশ্যই আমরা পরামর্শ দেবো। আমরা যেহেতু ওষুধের মানমাত্রা নির্ধারণের সঙ্গে জড়িত, সেহেতু তারা নতুন ওষুধ কিনলে আমাদের কাছে আসবে। তখন আমরা যাচাই করে এর একটা মানদণ্ড নির্ধারণ করে দেবো।’

জানতে চাইলে ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, ‘মশা নিয়ন্ত্রণে কীটনাশক নির্বাচন, কার্যকারিতা পরীক্ষা, ক্রয় প্রক্রিয়ায় সহযোগিতা এবং কীটনাশকের কার্যকারিতা পর্যবেক্ষণের জন্য আমাদের একটা কারিগরি কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রধান মেয়র। কমিটির সদস্যরা এ সপ্তাহে একটি রিপোর্ট দেবেন বলেছেন। তারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটা সম্ভাব্যতা সমীক্ষা করা প্রয়োজন। এই স্টাডি শেষে তারা মতামত দেবেন। সেই মতামত অনুযায়ী ব্যবস্থা নেবো।’ তিনি বলেন, ‘আমরা এখন ওষুধের ঘনত্ব বলতে একই স্থানে যেখানে অল্প সময় ওষুধ দিতাম সেখানে সময় আরও বাড়িয়ে দিয়েছি।’

আরও পড়ুন: মশার ওষুধের কার্যকারিতা পরীক্ষায় ডিএনসিসির কমিটি

               



 

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!