X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৯, ১৮:০০আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ২০:২২

গ্রাফে ডেঙ্গু রোগী সংক্রান্ত তথ্য হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় (১২ আগস্ট সকাল ৮টা থেকে ১৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা এক হাজার ২০০ জন। এর আগের দিন এই সংখ্যা ছিল দুই হাজার ৯৩ জন।’

একই কথা বলেছেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ( ১২ থেকে ১৩ আগস্ট) হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীর সংখ্যা এক হাজার ২০০ জন; যা গতকালের তুলনায় ৪৩ শতাংশ কম। অপরদিকে, ঢাকায় নতুন ভর্তি হওয়া রোগীর হার ২৯ শতাংশ কমেছে; আর ঢাকার বাইরে নতুন রোগীর ভর্তি হওয়ার হার কমেছে ৫২ শতাংশ।’

তিনি আরও জানান, স্বাস্থ্য অধিদফতর এ পর্যন্ত ৪০ জনের ডেঙ্গুতে মৃত্যু নিশ্চিত করেছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, বর্তমানে সারাদেশে হাসপাতালে মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা সাত হাজার ৫৪৭ জন, যা এর আগের দিন ছিল আট হাজার ৬ জন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নিয়মিত সভায় অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন, ‘ভর্তি ছাড়া এ পর্যন্ত চিকিৎসা নেওয়া এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা যথাক্রমে ৪৪ হাজার ৪৭১ ও ৩৬ হাজার ৮৮৪ জন। হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর হার ৮৩ শতাংশ। ঢাকার বাইরে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৮ শতাংশ ডেঙ্গু রোগী। গতকালের চেয়ে ঢাকা ও ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা যথাক্রমে দুই শতাংশ ও ১০ শতাংশ কমেছে।’

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তালিকা থেকে দেখা যায়, গত ৭ আগস্ট থেকে আজ ( ১৩ আগসট) পর্যন্ত ঢাকা ও এর বাইরে ডেঙ্গু আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা সবচেয়ে কম। গত ৭ আগস্ট ঢাকার ভেতরে ডেঙ্গু রোগী ছিল এক হাজার ২৭৫ জন; আর ঢাকার বাইরে ছিল এক হাজার ১৫৩ জন। ৮ আগস্ট ঢাকার ভেতরে রোগী ছিল এক হাজার ১৫৯ ও ঢাকার বাইরে এক হাজার ১৬৭ জন। ৯ আগস্ট ঢাকার ভেতরে রোগী ছিল ৯৫৭ জন ও ঢাকার বাইরে ছিল এক হাজার ৫৫ জন। ১০ আগস্ট ঢাকার ভেতরে রোগী ছিল এক হাজার ৬৫ জন; আর ঢাকার বাইরে ছিল এক হাজার ১১১ জন। ১১ আগস্ট ঢাকার ভেতরে রোগী ছিল ৯৮১ জন; আর ঢাকার বাইরে ছিল এক হাজার ৩৫৩ জন। ১২ আগস্ট ঢাকার ভেতরে রোগী রয়েছে ৮৪২ জন ও ঢাকার বাইরে আছে এক হাজার ২৫১ জন। আজ ১৩ আগস্ট ঢাকার ভেতরে রোগী আছে ৫৯৯ জন; আর ঢাকার বাইরে রয়েছে ৬০১ জন।

গত ৭ আগস্ট ঢাকা এবং ঢাকার বাইরে রোগীর সংখ্যা ছিল মোট দুই হাজার ৪২৮ জন, ৮ আগস্ট ছিল দুই হাজার ৩২৬ জন, ৯ আগস্টে ছিল দুই হাজার দুই জন, ১০ আগস্টে ছিল দুই হাজার ১৭৬ জন, ১১ আগস্ট ছিল দুই হাজার ৩৩৪ জন, ১২ আগস্ট ছিল দুই হাজার ৯৩ জন এবং আজ মঙ্গলবার মোট রোগীর সংখ্যা এক হাজার ২০০ জন।

/জেএ/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)