X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দেশকে ৫০ বছর পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৯, ২১:৩০আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:৩৩

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক রাজাকার, আল-বদর ও আল-শামস তাদের উত্তরাধিকার দিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী এসব শক্তি বাংলাদেশকে আরও ৫০ বছর পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।’ রবিবার (১৮ আগস্ট) বিকালে ঢাকার নিবন্ধন অধিদফতর প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে এখনও ষড়যন্ত্র আছে।এই ষড়যন্ত্র থাকবেই। তাই এই ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকে নির্মূল করতে হবে।’  তিনি  বলেন, ‘জাতির পিতাকে হত্যার কলঙ্ক আমরা কোনও দিন ঘোচাতে পারবো না। আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি। এখন যদি বাংলাদেশের সব মানুষের মুখে হাসি ফুটাতে পারি, তাহলেই বঙ্গবন্ধুর প্রতি আমাদের ঋণ কিছুটা হলেও শোধ করতে পারবো।’

আনিসুল হক বলেন, ‘আমাদের সামনে এখন দু’টি কাজ। একটি হচ্ছে, স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকা ও তা প্রতিহত করা। অন্যটি হলো বাংলাদেশের সব মানুষের মুখে হাসি ফোটানো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীকরণের মাধ্যমেই কেবল এটা সম্ভব।’

আইনমন্ত্রীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে  আরও বক্তব্য রাখেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার, নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব নরেন দাস প্রমুখ।  

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!