X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১
এডিস মশার লার্ভা

৯ ভবন মালিককে দুই লাখ ২৮ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ১৮:১৮আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৮:২৩

এডিস মশার লার্ভা নিধনে ডিএসসিসির অভিযান এডিস মশার লার্ভা পাওয়ায় আবাসন ব্যবসা প্রতিষ্ঠান ইস্টার্ন ভিউ এবং এস ফার্ম লিমিটেডসহ ৯টি ভবন মালিককে দুই লাখ ২৮ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কপোরেশন (ডিএসসিসি)। সোমবার (১৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টন, সেগুনবাগিচা, তোপখানা, ধানমন্ডি ও যাত্রাবাড়ি এলাকায় ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করে। ডিএসসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার একযোগে ডিএসসিসির পাঁচটি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হোসেন নয়াপল্টনে অবস্থিত ইস্টার্ন ভিউকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন। অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এডিস মশার লার্ভা পাওয়ায় ধানমন্ডি ৮/এ (নতুন) সড়কের এস ফার্ম লিমিটেডের নির্মাণাধীন ভবনকে ৫০ হাজার টাকা এবং তোপখানা রোডের ২৪/এ/বি ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলী মীর লালবাগের জগন্নাথ সাহা রোডের ১৭/১ নম্বর ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ উল্লাহ, আতিকউল্লাহ এবং সোনিয়া হোসেন যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মশার লার্ভা পাওয়ায় পাঁচটি ভবন মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করেন। সব মিলিয়ে দুই লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএসসিসির অভিযানে একটি বাসায় পাওয়া যায় এডিস মশার লার্ভা বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরজুড়ে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবে আজ ধানমন্ডি, সেগুনবাগিচা, তোপখানা, যাত্রাবাড়ি এলাকায় ২২৫টি বাড়ি ও ভবনে অভিযান পরিচালনা করা হয়। ডিএস‌সি‌সির পক্ষ থেকে ডেঙ্গু মশার লার্ভা নিধনে এ অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে ডিএসসিসির পক্ষ থেকে ৫৮ হাজার ৭৪৮ বাড়িতে অভিযান চালানো হয়েছে। এছাড়া এডিস মশার লার্ভা ধ্বংস করার জন্য বাংলাদেশ স্কাউটস সদস্যরা এক লাখ ১১ হাজার বাসায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে।

 

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
‘চাকরির পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হোন’
‘চাকরির পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হোন’
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি