X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জন্মাষ্টমী উপলক্ষে ডিএমপি’র নিরাপত্তা নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৯, ১৯:০৮আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৯:০৯

ডিএমপি

জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক নির্দেশনা দিয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পযন্ত যানজট এড়ানোর জন্য নগরবাসীকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বাহাদুর শাহ পার্ক এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

বলা হয়, বুধবার শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন (জন্মাষ্টমী) উপলক্ষে মূল শোভাযাত্রা শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে শুরু হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা চলাকালীন যানজট পরিহারের লক্ষ্যে উক্ত এলাকায় চলাচলরত গাড়ি ব্যবহারকারীদের বিকাল সাড়ে ৩টা হতে সাড়ে ৫টা পর্যন্ত নিন্মোক্ত রুট পরিহারের জন্য অনুরোধ করা হলো।

২৩ আগস্ট শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন (জন্মাষ্টমী) উপলক্ষে শোভাযাত্রার রুট:

শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে পলাশী মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট বটতলা-সরকারি কর্মচারী হাসপাতাল-ফিনিক্স রোড (পুলিশ হেডকোয়ার্টার্স এর সামনে)-গোলাপশাহ্ মাজার-বঙ্গবন্ধু স্কয়ার-গুলিস্তান (সার্জেন্ট আহাদ বক্সের সামনে)-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত।

এছাড়াও শোভাযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের জন্য নিন্মোক্ত নিরাপত্তা নির্দেশনাবলী মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

নির্দেশনাগুলো হলো:

উল্লেখিত জন্মাষ্টমীর রুটে কোনও ধরণের যানবাহন পার্কিং না করা, শোভাযাত্রা চলাকালীন রুট এলাকার আশপাশের সব দোকান বন্ধ রাখা, উচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম না বাজানো, শোভাযাত্রায় শুরু থেকে অংশ নেওয়া এবং কোনোভাবেই শোভাযাত্রার মাঝপথে যোগ না দেওয়া; নিরাপত্তার স্বার্থে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে হ্যান্ড ব্যাগ, ট্রলি ব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট  ইত্যাদি সঙ্গে না রাখা; শোভাযাত্রা চলাকালীন রুটে কোনও ধরনের ফলমূল না ছোড়া, শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা, সন্দেহজনক কোনও ব্যক্তি বা বস্তু দেখা গেলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করা, শোভাযাত্রায় অংশগ্রহণের ক্ষেত্রে ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরামর্শ মেনে চলা এবং ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করা।

 

/এআরআর/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের