X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বেশি মশা নিধনকারী কাউন্সিলরদের দলীয় ভালো পদে সুপারিশের আশ্বাস

বাংলা ট্রিবিউটন রিপোর্ট
২২ আগস্ট ২০১৯, ০১:৩৬আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০১:৩৮

মশক নিধন ও পরিচ্ছন্নতা বিষয়ক পর্যালোচনা সভা নিজ এলাকায় সবচেয়ে বেশি মশা নিধনকারী কাউন্সিলরকে প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো এবং দলীয় ভালো পদ পেতে সুপারিশ করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এমপি। পাশাপাশি যেসব কাউন্সিলর মশার লার্ভা ধ্বংসে কম কাজ করবে তাদের তিরস্কার করা হবে বলেও জানান তিনি। বুধবার (২১ আগস্ট) বিকালে রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে ঢাকা উত্তর সিটির কাউন্সিলরদের নিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা বিষয়ক পর্যালোচনা সভায় এ ঘোষণা দেন মন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা কাউন্সিলরদের পুরস্কৃত করতে চাই। যে সকল কাউন্সিলর নিজ নিজ এলাকায় মশক নিধনে অগ্রণী ভূমিকা পালন করবেন আমরা সেসব কাউন্সিলরদের বিদেশে উচ্চতর প্রশিক্ষণসহ মর্যাদা অর্জনের ব্যবস্থা করবো। একই সঙ্গে গ্রহণযোগ্য মানুষ হিসেবে রাজনীতিতে সুযোগ পাওয়ার জন্য সুপারিশ করবো। যে সকল কাউন্সিলর নিজ নিজ এলাকায় মশা নিধনের জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন আমরা তাদের বিদেশে উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঠাবো। আপনাদের যাতে সম্মানিত করা যায়, পুরস্কৃত করা যায়-সে চেষ্টা আমাদের থাকবে। তবে ভালো কাজের যেমন পুরস্কার থাকবে তেমনি মন্দ কাজের তিরস্কারও থাকবে।’
মন্ত্রী বলেন, জনগণকে বারবার বলা সত্ত্বেও যদি তাদের বাসায় এডিস মশার লার্ভা পাওয়া যায় তাহলে শাস্তির ব্যবস্থা করা হবে। ভবন মালিক বা সিটি করপোরেশন কে কার চেয়ে শক্তিশালী সেটা বিষয় না, বিষয় হচ্ছে রাষ্ট্র সবচেয়ে শক্তিশালী। সে তার ক্ষমতা প্রয়োগ করবে। যারা সিটি করপোরেশনের কাজে সহযোগিতা করছেন না তাদের বাধ্য করতে সরকার কঠোর আইনের প্রয়োগ করবে। তবে ভালো হবে সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে সরকারকে সাহায্য করলে।
তাজুল ইসলাম বলেন, ‘নাগরিকদের জরিমানা করা, শাস্তির আওতায় আনা সরকারের উদ্দেশ্য নয়। তার জন্য সরকার ক্ষমতায় আসে না। তবে দেশের মানুষের স্বার্থেই মাঝে মধ্যে কঠোর পদক্ষেপ নিতে হয়।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, ডিএনসিসির প্রধান নির্বাহি কর্মকর্তা আব্দুল হাইসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ডিএনসিসির সকল ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এ সময় তারা মশক নিধনে তাদের মতামত ও অভিজ্ঞতা বর্ণনা করেন।

 

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া