X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আড়তদারদের পাওনা তিন কিস্তিতে পরিশোধের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৯, ০২:৩০আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০২:৩৫

এফবিসিসিআই

ট্যানারি মালিকদের কাছে চামড়ার আড়তদারদের পাওনার বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (২২ আগস্ট) এফবিসিসিআই নেতাদের মধ্যস্থায় অনুষ্ঠিত বৈঠকে প্রায় চারশ’ কোটি টাকা তিন কিস্তিতে পরিশোধের সিদ্ধান্ত হয়।

এর আগে চামড়া ব্যবসায়ীরা নিজেদের মধ্যে আরও বৈঠকের মাধ্যমে এর বিস্তারিত ঠিক করে নেবেন। পরবর্তীতে আগামী ৩১ আগস্ট এফবিসিসিআই নেতাদের সঙ্গে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং ওই বৈঠকেই চামড়ার আড়তদারদের পাওনা পরিশোধের অগ্রগতি জানানো হবে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) এফবিসিসিআইয়ের সঙ্গে ট্যানারি মালিক ও কাঁচা চামড়া ব্যবসায়ীদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে জানানো হয়, শনিবার (২৪ আগস্ট) কোন কোন কোম্পানির কাছে কী পরিমাণ টাকা পাওনা রয়েছে তা চামড়া ব্যবসায়ীরা নিজেদের মধ্যে বৈঠক করে ফাইনাল করবেন। আগামী বৃহস্পতিবার (২৯ আগস্ট) বৈঠকে চূড়ান্ত করা হবে কীভাবে পাওনা টাকা পরিশোধ করা হবে।

এফবিসিসিআই সভাপতি জানিয়েছেন, ট্যানারি মালিকদের কাছে আড়তদারদের পাওনা তিন কিস্তিতে পরিশোধ করা হবে। এর মধ্যে ১৯৯০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ের বকেয়া অর্থ একটি কিস্তিতে, ২০১০ সাল থেকে ২০১৫ সালের বকেয়া আরেকটি কিস্তিতে এবং ২০১৫ সাল থেকে ২০১৯ সালের বকেয়া অন্য একটি কিস্তিতে পরিশোধ করা হবে।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘আগামী ৩১ আগস্টের বৈঠকে আমরা বলতে পারব আমরা সন্তুষ্ট কিনা। সেইদিন আমরা বলতে পারবো এটা কীভাবে পাব।’

 

 

/এসআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন