X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

যাত্রীবেশে অপহৃত গাড়িসহ চালক উদ্ধার, গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৯, ১৫:১১আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৫:২৫

আটক চারজন রাজধানীর মিরপুর থেকে মাদারীপুর যাওয়ার কথা বলে সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় একটি প্রাইভেটকার ভাড়া নেয় দু’জন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত ২টার দিকে কাঁঠালবাড়ি এলাকা থেকে আরও কয়েকজন গাড়িতে ওঠে। তারাই গাড়িসহ চালককে অপহরণ করে। অপহরণকারীরা চালকের পরিবারকে ফোন দিয়ে মুক্তিপণ চাওয়ার পর র‍্যাব-৪ এ অভিযোগ করা হয়। এর ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে মাদারীপুরের চর থেকে গাড়িচালক এনায়েত উল্লাহকে (৩২) উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের চার সদস্যকে আটকসহ গাড়িটি উদ্ধার করে র‍্যাব।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

আটকরা হলো- শাহ জালাল (৩২), ফয়সাল (২২), জয়নাল হাজারী (৩০) ও রাকিব (২২)।

র‍্যাব জানায়, এনায়েত উল্লাহ সম্প্রতি নতুন একটি প্রাইভেটকার কিনেছেন। চক্রটি সবসময় রেন্টে কারের নতুন গাড়ি ও চালকের আর্থিক অবস্থা দেখে টার্গেট করতো। ঘটনার দিন মাদারীপুরে যাওয়ার জন্য এনায়েতের গাড়িতে যাত্রীবেশে দু’জন চড়ে বসেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গাড়িটি কাঁঠালবাড়ি এলাকায় গেলে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তিন জন গাড়িটিকে থামার সিগনাল দেয়। তল্লাশির নামে গাড়ির নিয়য়ন্ত্রণ নিয়ে নেয় তারা।

মোজাম্মেল হক বলেন, চক্রের সদস্যরা এনায়েতকে মাদারীপুরের দত্তপাড়া চর এলাকায় কাশবনে ছোট একটি ঘরে বেঁধে রেখে নির্যাতন চালাতে থাকে। গাড়িটি ফরিদপুরের সদরপুরে নিয়ে যায়। পরে তার মোবাইল থেকে পরিবারের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তার পরিবার র‍্যাবের কাছে অভিযোগ করে। প্রায় তিন দিন অভিযানের পর দুর্গম চর থেকে এনায়েতকে উদ্ধারসহ চার জনকে আটক করা হয়।

চক্রের সমস্যরা যাত্রীবেশে গাড়িতে উঠে বিভিন্ন পন্থায় অপহরণ ও ছিনতাই করে আসছিলো। কখনও গাড়িতে উঠেই চালকের হাত-পা বেঁধে নির্ধারিত স্থানে নিয়ে যায়, কখনও তারা অস্ত্রের মুখে চালককে নির্ধারিত স্থানে যেতে বাধ্য করে। কখনও মাঝপথে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তল্লাশির নামে গাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা।

তিনি বলেন,এনায়েতকে অপহরণের সঙ্গে ১০ জনের জড়িত থাকার তথ্য পেয়েছেন। চারজনকে আটক করা হয়েছে। বাকিদের নাম-ঠিকানা পাওয়া গেছে। আশা করছি শিগগিরই তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে।

এনায়েত বলেন, ‘চক্রের কেউ আমার পূর্ব পরিচিত না। তারা আমাকে ফোন করে গাড়ি ভাড়ার জন্য ঠিক করে। কাঁঠালবাড়ি এলাকায় গেলে টর্চ লাইট দিয়ে আমাকে থামার নির্দেশ দেয়। এরপর গাড়িসহ আমাকে নিয়ে বেঁধে নির্যাতন করতে থাকে।’

 

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি