X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লার্ভাবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, ৬ বাড়ি মালিকের জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ২১:৩৪আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২১:৩৫

ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চলমান এডিস মশার লার্ভাবিরোধী অভিযানে ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৬টি বাড়ি মালিককে ৩৭ হাজার টাকা জরিমানা ও ৫ জনকে সতর্ক করা হয়েছে। এ অভিযানে ১৯৮টি বাড়ি পরিদর্শন করা হয়।

রবিবার (২৫ আগস্ট) ডিএসসিসির ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব দণ্ড প্রদান করা হয়।  

ডিএসসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানোর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অঞ্চল ১-এর নির্বাহী কর্মকর্তা মো. মিজারুর রহামনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সায়েন্স ল্যাব মিরপুর রোডের ৪৩ নং হোল্ডিংয়ের মো. সাজুকে (৪৫) এবং ৪৪ নং হোল্ডিংয়ের মো. নজরুল ইসলামকে (৩০) একদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় তিনি ৪৩টি বাড়ি পরিদর্শন করেন।

অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান শান্তিনগরের চামেলীবাগ এলাকার টুইন কনকর্ড টাওয়ারে এডিস মশার লার্ভা ও জমে থাকা পানির কারণে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

অঞ্চল ৩-এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলী অঞ্চল ৩ এর বিভিন্ন এলাকার ৩০টি বাড়ি পরিদর্শন করে কোনও এডিস মশার লার্ভা পাননি।

অঞ্চল ৪-এর নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান ডিএসসিসির ৩৪, ৩৫ এবং ৩৬ ওয়ার্ডের ৬০টি বাড়ি পরিদর্শন করেছেন। এর মধ্যে ৫টি বাড়ির মালিককে অপরিচ্ছন্ন পরিবেশে পাওয়ায় সতর্ক করে দিয়েছেন।

অঞ্চল ৫-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া আক্তার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ যাত্রাবাড়ী এলাকার ৩৯, ৪০ এবং ৫০ নং ওয়ার্ডের ৬৫টি বাড়ি পরিদর্শন করেন। এরমধ্যে ৫টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ জন বাড়ির মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডিএসসিসি মেয়র সাঈদ খোকন এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহকে টার্গেট করেছেন। সেই টার্গেটকে সামনে রেখেই ডিএসসিসি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ডিএসসিসি পক্ষ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মোট ৭২ হাজার ২৪৩টি বাড়ি সরেজমিন পরিদর্শন করা হয়েছে। ৪ জনকে কারাদণ্ড, ১৬ জন বাড়ির মালিককে সতর্ক করা এবং ৩১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়