X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

চিকিৎসকদের দেওয়া লাল জামা পরে বাড়ি গেলো নূপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৯, ১৬:৩৫আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৮:২০

উপহারের লাল জামা পরে চিকিৎসকের সঙ্গে নূপুর আক্তার চিকিৎসকদের দেওয়া লাল জামা পরেই বাড়ি গেলো সেই নূপুর আক্তার। হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে নূপুরকে বৃহস্পতিবার (২৯ আগস্ট) ছাড়পত্র দেওয়া হয়। এরপর দুপুর আড়াইটার দিকে মা ও ভাইয়ের সঙ্গে ঢাকায় তার খালার বাসার উদ্দেশে রওনা হয় নূপুর।

প্রসঙ্গত, গত রবিবার (২৫ আগস্ট) পাবনার সুজানগরের মীজানুর রহমানের মেয়ে নূপুর আক্তারের এমআইসিএস (মিনিমালি ইনভাসিব কার্ডিয়াক সার্জারি) পদ্ধতিতে অস্ত্রোপচার সম্পন্ন হয়। এ পদ্ধতিতে পুরো বুক ফাঁক না করে, পাঁজরের হাড় না কেটে মাত্র দুই ইঞ্চি ছিদ্র করা হয়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হওয়া এই এমআইসিএসের নেতৃত্ব দেন সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. আশ্রাফুল হক সিয়াম।

এ সাফল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন। গত ২৭ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হাসপাতালে নূপুরকে দেখতে যান এবং তার সঙ্গে কথা বলেন।

আশ্রাফুল হক সিয়াম বাংলা ট্রিবিউনকে বলে, ‘আমরা ওকে আরও আগেই ছুটি দিতে চেয়েছিলাম, কিন্তু ওর পরিবার আরও থাকতে চেয়েছে। এ কারণে নূপুরকে দুই দিন বেশি রাখা হয় হাসপাতালে।’ সিয়াম বলেন, ‘চিকিৎসকদের পক্ষ থেকে নূপুরকে একটি লাল জামা উপহার দেওয়া হয়েছে, আর সে জামা পরেই হাসপাতাল ছেড়েছে নূপুর।’

যাওয়ার সময়ে শিশুটি কেমন ছিল জানতে চাইলে ডা. সিয়াম বলেন, ‘ভীষণভাবে উৎফুল্ল ছিল। না জানলে ওকে দেখে বোঝার কোনও সুযোগ নেই যে তার হার্টে অস্ত্রোপচার হয়েছে। সে সবার সঙ্গে কথা বলেছে, ছবি তুলেছে আমাদের সঙ্গে।’ তিনি আরও বলেন, ‘আগামী রবিবার তাকে আবার আসতে বলা হয়েছে। এরপর থেকে ফলোআপের জন্য নির্দিষ্ট সময় পর পর আসতে বলা হবে।’ তবে তিন মাস পরে আর হাসপাতালে আসতে হবে না বলেও তিনি জানান।

/জেএ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা