X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পুলিশের কেস ডায়েরি কবে ডিজিটাল হবে

জামাল উদ্দিন
১০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৮





পুলিশ মামলার তদন্তে ও বিচারিক কাজে পুলিশের কেস ডায়েরির (সিডি) গুরুত্ব অনেক। অভিযোগপত্রের সঙ্গে আদালতে কেস ডায়েরির কপিও জমা দিতে হয়। এত দিন ধরে সেটি দেওয়া হচ্ছে নির্ধারিত ফরমে হাতে লিখে। এখন এটিকে ডিজিটাল করার ওপর গুরুত্ব দিচ্ছে পুলিশ। তবে নানা সীমাবদ্ধতার কারণে সব পর্যায়ে এর বাস্তবায়ন সম্ভব হয়নি।
অবশ্য এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে ডিজিটাল কেস ডায়েরি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা কেস ডায়েরি বা সিডিতে মামলার ধারাবাহিক অগ্রগতির বিবরণ লিখে রাখেন। তদন্ত কর্মকর্তার পরিবর্তন হলে নতুন কর্মকর্তাও একই সিডিতে বিবরণ লেখেন। তবে হাতে লেখার কারণে সংরক্ষণসহ নানা ধরনের সমস্যা হয়। এ ক্ষেত্রে সফটওয়্যার ব্যবহারে সমস্যা দূর হবে সংশ্লিষ্টরা মনে করেন।
পুলিশ সদর দফতরের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, কয়েক বছর আগেই কেস ডায়েরি ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে ২০১৬ সালের শুরুতে অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির (ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম—সিডিএমএস) জন্য সফটওয়্যার চালু হওয়ায় এই উদ্যোগ জোরালো হয়। পুলিশ সদর দফতরসহ পুলিশের বিভিন্ন ইউনিটে যখনই ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট নিয়ে বৈঠক হয়, তখনই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে তাগাদা দেওয়া হয়। বিশেষ করে থানায় ও বিভিন্ন ইউনিটে কর্মরত উপপরিদর্শক (সাব ইন্সপেক্টর) ও পরিদর্শকদের (ইন্সপেক্টর) কম্পিউটার ও প্রযুক্তিগতভাবে দক্ষ হওয়ার নির্দেশনা দেওয়া হয়।
তিনি জানান, সদর দফতর থেকে বিভিন্ন ইউনিটে চিঠি দিয়েও ডিজিটাল কেস ডায়েরি সম্পর্কে অবহিত করা হয়েছে। যাতে মামলার যাবতীয় কার্যক্রম ডিজিটালি সংরক্ষণ সম্ভব হয়। এমনকি প্রযুক্তিতে দক্ষ এসআইদের মামলার তদন্তের দায়িত্ব বেশি দেওয়া হয় বলেও জানান তিনি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, তদন্তের সঙ্গে যুক্ত সব থানার পুলিশ কর্মকর্তাদের কম্পিউটারে দক্ষতা অর্জনের ওপর জোর দেওয়া হচ্ছে। এতে কাজের গতিশীলতা ও স্বচ্ছতা থাকবে। অপরাধীদের বিষয়ে যেকোনও জায়গায় বসে তথ্য পাওয়া যাবে।
কেস ডায়েরি ডিজিটাল করার বিষয়ে অগ্রগতি জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাতে লেখা এবং সিডিএমএস— দুভাবেই লেখার পদ্ধতি চালু আছে। যারা সিডিএমএস লিখছেন, তারা তো লিখছেনই। ফাইনালি যখন মামলা নিষ্পত্তি করতে হয়, তখন সেটার একটা প্রিন্ট কপি আদালতে জমা দিচ্ছেন।’
কেউ কেউ হাতেও লিখছেন জানিয়ে তিনি বলেন, ‘তবে আমরা উৎসাহিত করছি, যা-ই লিখুক সেটা সিডিএমএস সিস্টেমে লিখুক। তাহলে রেকর্ডটা থাকবে এবং পরবর্তীতে সেটা কাজে লাগানো যাবে।’ হার্ড কপি হলে সেটা খুঁজে পেতেও সমস্যা হয় বলে মন্তব্য করেন তিনি।
ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, ‘তদন্ত কর্মকর্তাদের বলছি যে, তারা কম্পিউটারে টাইপিং পারলেও আপাতত কাজ চালানো যাবে। একই সঙ্গে পর্যায়ক্রমে সবাইকে প্রশিক্ষণও দিচ্ছি। আমরা আবার চাপের মধ্যেও রেখেছি যে, যারা কম্পিউটারে দক্ষ, তাদের আমরা তদন্তের কাজ বেশি দেবো। যাতে অন্যরাও এ ব্যাপারে উৎসাহিত হয়।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) মো. নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশের কেস ডায়েরি ডিজিটাল ফরম্যাটে করার কাজ চলমান রয়েছে। পুলিশ সদর দফতর থেকেও একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে। ঢাকাসহ বিভিন্ন জেলাতেও মামলার কার্যক্রম ডিজিটাল ফরম্যাটে করার কাজ শুরু করেছেন অনেকে। এ নিয়ে সম্প্রতি একটি বৈঠক হয়েছে বলেও জানান তিনি।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা