X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রাজিয়া সুলতানার জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৩

জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রাজিয়া সুলতানার জামিন নামঞ্জুর জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলম ওরফে রাজিয়া সুলতানার জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জামিন আবেদন শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হেলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

রাজিয়া সুলতানার পক্ষে তার আইনজীবী ইকবাল হোসেন ভূঁইয়া জামিন আবেদন করেন।    রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।

এরআগে, বুধবার দুপুরে বংশাল থানা বংশাল থানায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় রাজিয়া সুলতানাকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। এরপর বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন বংশাল পুলিশ ফাঁড়ির (উপ-পরিদর্শক) নুর আলম। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল। একইসঙ্গে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর মিছিল বের করে বংশাল থানাধীন আহম্মেদ বাওয়ানী স্কুলের দিকে আসামিরা অগ্রসর হয়। এই সময় তারা চলাচলরত যানবাহনে বিঘ্ন সৃষ্টি করে, গাড়ি ভাঙচুর, দোকান-পাটে হামলা চালানোর চেষ্টাসহ এলাকার লোকজনকে ভয়-ভীতি প্রদর্শন পূর্বক ওই এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন বলে ওই দিন দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করেন বংশাল পুলিশ ফাঁড়ির এসআই আজাহার হোসেন।

এরপর বংশাল থানার এসআই আবু সাইদ চৌধুরী মামলাটি তদন্ত করে গত ৩০ জুন রাজিয়া সুলতানাসহ ২৫ বিরুদ্ধে অভিযোগপত্র  দাখিল করেন।

 

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন