X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

দুর্নীতিবিরোধী অভিযানের ছোঁয়া ঢাবি পর্যন্ত পৌঁছানোর দাবি শিক্ষার্থীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৯, ০০:০৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ০০:১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবিরোধী আলোর মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিরবিরোধী অভিযান ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছানোর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ৷ রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ সমাবেশ করেন তারা ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এই কর্মসূচির আয়োজন করেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। এতে ঢাবির সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। সমাবেশের আগে মধুর ক্যানটিন থেকে মশাল হাতে 'আলোর মিছিল' বের করেন তারা। পরে কলা ভবন দিয়ে ঘুরে রাজু ভাস্কর্য আসেন। সেখানে সমাবেশ করে পরে আবার মধুর ক্যানটিনে গিয়ে এই কর্মসূচি শেষ হয়।

সমাবেশ শিক্ষার্থীরা বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী দুর্নীতিবিরোধী এবং শুদ্ধি অভিযানকে আমরা অভিনন্দন জানাই। এতদিন ধরে অন্ধকারে থাকা সমাজকে তিনি যে আলোর দিশা দেখিয়েছেন তারই ছোঁয়া যেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছায়।'

সমাবেশে ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত বলেন, 'শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে তার নিজের ঘর থেকেই অভিযান শুরু করেছেন। তার এই অগ্রযাত্রাকে আমরা সাধারণ ছাত্র সমাজ সাধুবাদ জানাই। ক্যাসিনো, মাদক ব্যবসায়ী এবং বড় বড় দুর্নীতির সঙ্গে যারা যুক্ত ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় এনেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, আপনার বদলে দেওয়ার হাওয়া যেন ঢাকা বিশ্ববিদ্যালয় লাগে তার জন্য আহ্বান জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড় দুঃখ দুর্দশার মধ্যে আছে। এই বিশ্ববিদ্যালয় দুর্নীতি অনিয়মে ভরা। এখানের প্রশাসন শিক্ষার্থীবান্ধব নয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের রয়েছে অনিয়ম-দুর্নীতি। শিক্ষকরা অন্যের রিসার্চ পেপার চুরি করে, এটা বড়ই লজ্জাজনক। এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা নিয়োগ বাণিজ্য করে।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদসহ সাধারণ শিক্ষার্থীরা।  /এইচএন/টিএন/

/এইচএন/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান