X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হাসিমুখে দুর্গা মাকে বিদায় (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৯, ১৭:১৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৭:৫০





হাসিমুখে দুর্গা মাকে বিদায় (ভিডিও) মহালয়ায় দেবী দুর্গা পৃথিবীতে নেমে এসেছিলেন, আজ বিজয়া দশমীর দিন আবার মর্ত্যলোক ছেড়ে স্বর্গলোকে প্রস্থান করবেন। অগণিত ভক্তের মনে তাই বিদায়ের বিষাদ। তবে বিষাদ ভুলে হাসিমুখে মাকে বিদায় জানাতে ভক্তরা সিঁদুর খেলায় মাতেন। বিসর্জনের আগ পর্যন্ত তারা একে অপরকে সিঁদুরে রাঙান, নাচ-গান করেন; যেন সারাবছর এমন আনন্দে কাটে।
এমন আনন্দ-বেদনার আবহে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর থেকে রাজধানীর সদরঘাট সংলগ্ন বিনা স্মৃতি স্নানঘাটে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। শুরুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূজামণ্ডপ তাদের প্রতিমা বিসর্জন দেয়। পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে।
ধানমন্ডি থেকে প্রতিমা বিসর্জন দিতে আসা শ্রী কৃষ্ণ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও সমস্যা ছাড়াই সুন্দরভাবে মাকে বিদায় দিতে পেরে খুবই তৃপ্তি লাগছে। মায়ের কাছে প্রার্থনা তিনি যেন সবার মনের আশা পূরণ করে দেন। পৃথিবীর সব মানুষের ওপর খুশি হন। জগতের মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ দূর করে দেন। অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করে দেন। সর্বোপরি বাংলাদেশকে রক্ষা করেন।’
সদরঘাটের কেন্দ্রীয় বিসর্জন নিয়ন্ত্রণ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর রাজধানী ঢাকায় ৩১ হাজার ৭৬৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা হয়েছে। আয়োজকরা জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া পূজা উদযাপন করা হয়েছে।
এদিকে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সদরঘাট এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। র্যা ব, পুলিশ ও নৌ-পুলিশের সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
হাসিমুখে দুর্গা মাকে বিদায় (ভিডিও) দুর্গাপূজায় সবশেষ রীতিটি হচ্ছে ‘দেবী বরণ’। এটি শুরু হয় বিবাহিত নারীদের সিঁদুর খেলার মাধ্যমে। বিবাহিত নারীরা সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর মাখিয়ে দেন। তারা এই সিঁদুর মাখিয়ে দুর্গা মাকে বিদায় জানান। সিঁদুরে মুখ রঙিন করে হাসি মুখে মাকে বিদায় জানানোর জন্যই এই সিঁদুর খেলা। তাই মাকে বিসর্জনের আগ পর্যন্ত তারা একে অপরকে সিঁদুর লাগান, নাচ-গান করেন, যেন সারা বছর এমন আনন্দেই কাটে।
রীতি অনুযায়ী সধবা নারীর স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা নিজ কপালে সিঁদুর লাগান এবং সেই সিঁদুরের কিছু অংশ দিয়ে দেবীর চরণ স্পর্শ করে থাকেন। তারপর সবাই মিলে একে অপরকে সিঁদুর মাখেন। এই সিঁদুর খেলা বিবাহিত নারীদের জন্য বরাদ্দ থাকলেও সব বয়সীরাই মণ্ডপে মণ্ডপে ভিড় করেন; নেচে-গেয়ে এতে অংশ নেন। অবিবাহিতরা গালে আর হাতে মাখেন সিঁদুর।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঘুরে দেখা যায়, লাল শাড়ি, লাল পাড়ের সাদা শাড়ি পরা নারীরা দেবীকে সিঁদুর ছোঁয়ানোর জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। বাদ্যের তালে তালে মণ্ডপে মণ্ডপে চলছে বিদায়ের প্রস্তুতি।
পূজা দিতে আসা এক তরুণী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিয়ে ছাড়া মাথায় সিঁদুর দেওয়া যায় না। আমাদের একদিন বিয়ে হবে তখন ভালো স্বামী এবং সুখের সংসারের কামনায় আমরা সিঁদুর খেলায় আসি।’
রঞ্জনা দাস নামের এক ভক্ত জানান, স্বামীর মঙ্গল কামনায় এই রীতি। মা দুর্গা আগামী বছর শাঁখা-সিঁদুর সঙ্গে নিয়ে আসবেন এবং সেই শাঁখা-সিঁদুর ধারণ করেই স্বামীর মঙ্গল হবে।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। তিনি বলেন, ‘এই বছর বাংলাদেশে সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপিত হয়েছে, এজন্য আমি বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

/এসও/এসএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া