X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পুলিশের ওপর বোমা হামলায় দুই জঙ্গি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৯, ১৮:২৮আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৮:৩৬

মেহেদী হাসান তামিম ও আব্দুল্লাহ আজমির রাজধানীতে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূইয়া শুনানি শেষে এ আদেশ দেন। দুই জঙ্গি হলো, মেহেদী হাসান তামিম ও আব্দুল্লাহ আজমির। মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তে জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে তাদের আদালতে হাজির করেন।
এর আগে রবিবার (১৩ অক্টোবর) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘গত ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের তক্কার মোড় এলাকার জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার করা হয় ফরিদ উদ্দিন রুমি ও তার ছোট ভাই জামাল উদ্দিন রফিককে। তাদের মধ্যে রফিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরও চারজনের জড়িত থাকার কথা জানায়। সেই চারজনের মধ্যে দুজন হলো তামিম ও আজমির। তারা দুজনই খুলনা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে পাস করে। এ দুজনের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার হওয়া রফিকও কুয়েট থেকে পাস করে।’
মনিরুল ইসলাম আরও বলেন, ‘আইএস নামে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটিও চারজন মিলে তৈরি করে। এর মধ্যে একজন হলো আজমির। আজমির একটি করপোরেট কোম্পানিতে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। সেখানে সে একটি ওয়াকিটকি ব্যবহার করে। সেই ওয়াকিটকি নিয়েই ভিডিওতে ছিল আজমির।’
তিনি বলেন, “এই গ্রুপের মোট ছয়জন অনলাইনের মাধ্যমে জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। তারা আইএসের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছিল। আইএসের দৃষ্টি আকর্ষণ করাই ছিল পুলিশের ওপর হামলার উদ্দেশ্য। তারা বিভিন্ন মতাদর্শের ব্যাপারে ব্যাপক ধারণা নেওয়ার পর একটি গ্রুপ তৈরি করে। এক সময় তারা পাঁচ সদস্যের একটি সামরিক শাখা গঠন করে। এ শাখার সদস্যদের মধ্যে তিনজন (রফিক, তামিম ও আজমির) গ্রেফতার হয়েছে। বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘সেপ্টেম্বরে আরও একটি হামলার পরিকল্পনা করেছিল তারা। এজন্য তারা নারায়ণগঞ্জে দুটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা প্রস্তুত করছিল। একটি পুরোপুরি প্রস্তুত হয়েছিল আরেকটি আংশিক। এরই মধ্যে সিটিটিসি তক্কার মোড়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। এছাড়া বোমা দু’টি নিষ্ক্রিয় করা হয়। ফলে হামলার পরিকল্পনা ভেস্তে যায়।’
সিটিটিসি সূত্র জানায়, ২০১৪ সালে কুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে বের হওয়ার পর অনলাইনে বিভিন্ন জঙ্গিবাদের বই পড়া শুরু করে তারা। ছাত্র থাকা অবস্থায় বিভিন্ন মতাদর্শের বই পড়ে। আজমিরের গ্রামের বাড়ি ভোলায়। তার নেতৃত্বে ২০১৮ সালে ভোলার একটি দুর্গম চরে বাড়ি ভাড়া নিয়ে প্রশিক্ষণ শুরু করে তারা। এর মধ্যে আজমির, তামিম, রফিক ও একজন পলাতক রয়েছে। এরপর তারা নব্য জেএমবির ব্যাপারে উদ্ধুদ্ধ হয়। ২০১৯ সালের শুরুতে সিদ্ধান্ত নেয়, তাদের একটি সামরিক শাখা দরকার।
সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জে একটি বাসা ভাড়া করা হয়। সেখানে অনলাইনের মাধ্যমে বোমা তৈরির বিভিন্ন উপায় বের করা হয়। তারা নিজেরাও একটি বোমা তৈরির ম্যানুয়াল তৈরি করে এবং সেটা ভিডিও করে রাখে। সেখানকার তৈরি বোমা দিয়েই রাজধানীর বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়।

আরও পড়ুন: পুলিশের ওপর বোমা হামলা: দুই ‘জঙ্গি’ গ্রেফতার

 

/টিএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা