X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘ছাত্র রাজনীতি বন্ধ করার কথাকে আইরনিক্যাল মনে হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ১৮:৪৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৮:৫২

সলিমুল্লাহ খান সব সংগঠনের সহাবস্থান ও মতপ্রকাশের সুযোগ থাকলে ক্যাম্পাসে সহিংসতার ঘটনা ঘটতো না বলে মন্তব্য করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি বলেন, ‘আমার প্রশ্ন হলো– এখন কি রাজনীতি আছে?  ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এটা শুনলে আইরনিক্যাল মনে হয়। আবরার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে তো ছাত্র রাজনীতি নেই বলেই। যখন আমরা বলি, বিশ্ববিদ্যালয়ে সব রাজনৈতিক দলের সহাবস্থান করতে হবে, সেটা তো মুখে আছে। কাজের খাতায় নেই। যদি বহু মতের স্পন্দন বিশ্ববিদ্যালয়ে হতো, যদি সবাই যার যার কথা বলতে পারতো, তাহলে এমনটি ঘটতো না।’  

শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘শিক্ষাবান্ধব পরিবেশ:  প্রতিবন্ধকতা ও প্রত্যাশা’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘প্রত্যেকে ছাত্রকে তার সাধ্যমতো পড়ানোর সামর্থ্য কিন্তু আমাদের নেই। আমরা সবার জন্য একটা স্ট্যান্ডারাইজড এক্সামিনেশন করছি। আমরা ভর্তি পরীক্ষার নামে অপরীক্ষা নিচ্ছি। এই ভর্তি পরীক্ষা না থাকলে কি মেধা নির্বাচন করতে পারতেন? মেধা নির্বাচন করে কি বলতে পারতেন সে খুনি হবে কি হবে না। তার মানে আমার পরীক্ষার জালের ফাঁক গলে সে বেরিয়ে যাচ্ছে। তার মানে আমি যদি মনে করি, আমাদের গোটা সমাজ ব্যবস্থার দায় আছে, আমাদের শিক্ষা ব্যবস্থার দায় আছে, সর্বোপরি রাষ্ট্রের দায় আছে।’      

ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে উল্লেখ করে তিনি বলেন,  ‘যা হচ্ছে এটা রাজনীতিহীনতার জন্য হচ্ছে। এ জন্য কেউ যদি বলে ছাত্র রাজনীতি বন্ধ করতে, তাহলে এর চেয়ে প্রতিক্রিয়াশীল কথা আর হয় না। কারণ ছাত্ররা রাজনীতি না করলে করবে কে? এখানে মুখ্য হচ্ছে অপরাধ। অপরাধী শিক্ষক হতে পারে, ছাত্র হতে পারে।’ 

মেধার সঙ্গে খুনের সম্পর্ক নেই উল্লেখ করে সলিমুল্লাহ খান বলেন, ‘আপনারা খুনিদের “মেধাবী” কথাটি বলছেন। এটি আসল সমস্যাকে লুকানোর চেষ্টা কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। এখানে মেধার সঙ্গে খুনের কী সম্পর্ক আছে? খুনিরা মেধাবী হতে পারে আবার অমেধাবীও হতে পারে। কাজেই আমাদের আলোচনা করা উচিত– যদি রাজনৈতিক প্রশ্রয় না থাকে, তারা খুন করার সাহস পেল কোথায়? কোন পরিস্থিতিতে এ ধরনের ঘটনা ঘটছে সেটা আমাদেরকে দেখতে হবে।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে অংশ নিয়েছেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ডিন সাদেকা হালিম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম শামীম রেজা, ইউল্যাবের গবেষণা বিভাগ সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটির (সিইএস) পরিচালক সাজিদ অমিত এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।   

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন। ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?