X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সরকার আমার চলাফেরা নিয়ন্ত্রণ করতে চায়: ভিপি নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ১৭:০২আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৭:০৭


সংবাদ সম্মেলনে ভিপি নুরুল হক নুর ও তার আইনজীবী মোহসীন রশিদ সরকার নৈতিকভাবে দুর্বল হওয়ায় ছাত্রদের প্রতিনিধিকে পাসপোর্ট দিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন  ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘পাসপোর্ট পাওয়া একটি মানুষের মৌলিক অধিকার। এরপরও সরকার পাসপোর্ট না দিয়ে আমার চলাফেরা নিয়ন্ত্রণ করতে চায়।’ রবিবার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন।

এ সময় সঙ্গে ছিলেন নুরের আইনজীবী মোহসীন রশিদ। 

এর আগে রবিবার (২০ অক্টোবর) সকালে পাসপোর্ট চেয়ে নুরুল হক নুরের করা রিট আবেদনের ওপর আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে শুনানির জন্য দিন নির্ধারণ করেন বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।  

বিদেশে যেতে পাসপোর্ট না পাওয়া প্রসঙ্গে নুর বলেন, ‘বিষয়টি স্পষ্ট যে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি হওয়ায় প্রতিনিয়ত ছাত্রলীগের হামলার শিকার হতে হচ্ছে। একটি ঘটনারও বিচার হয়নি। বাইরের দেশের সঙ্গে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে বা বাইরে কোনও ইউনিভার্সিটির সঙ্গে  আমার যেন কোনও কানেকশন না থাকে, সে জন্য সরকার আমার চলাফেরা নিয়ন্ত্রণ করতে চায়।’

সাধারণ প্রতিবাদী মানুষের চলাফেরাকে সরকার প্রতিনিয়ত সংকুচিত করার পাঁয়তারা করছে অভিযোগ করে নুর বলেন, ‘এখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে, বিচার বিভাগকে প্রভাবিত করে  নিজেদের ইচ্ছেমতো রায় দেওয়াচ্ছে।’

নুর আরও বলেন, ‘আমার পাসপোর্ট এখন দরকার। আমাকে জানুয়ারিতে দেবে। অর্থাৎ ভিপির দায়িত্বটা শেষ হওয়ার দ্বারপ্রান্তে গিয়ে দেবে। দীর্ঘদিন ধরে যেমন পাসপোর্ট অফিস তালবাহানা করেছে,  আজকে দেবে না, কালকে আসতে বলেছে, এভাবে ঘুরিয়েছে আমাকে। এখন আবার আদালতে ঘোরাচ্ছে। হয়তো মেয়াদ শেষ (ভিপির মেয়াদ) হওয়ার পর পেতে পারি। এতে স্পষ্ট যে আদালত স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, আদালতকে প্রভাবিত করা হচ্ছে। আজ সাধারণ মানুষ-ছাত্র কেউ ন্যায়বিচার পাচ্ছে না।’

আইনজীবী মহসীন রশিদ বলেন, ‘পাসপোর্ট জরুরি বিষয়। জরুরি ভিত্তিতে শুনানির জন্যই আমরা আদালতের শরণাপন্ন হয়েছিলাম। কিন্তু আদালত তা করলেন না। এতে আমার আশঙ্কা, সরকার হয়তো ভিপি নুরকে পাসপোর্ট দিতে চায় না। জানুয়ারিতে যদি আবার সরকার সময় চায়, আদালত যদি সময় দেন, তাহলে হয়তো ভিপি নুরের মেয়াদ শেষ হয়ে যাবে।’

উল্লেখ্য, সময়মতো পাসপোর্ট না পাওয়ায় গত ১ আগস্ট হাইকোর্টে একটি রিট দায়ের করেন নুর হোসেন নুর। সে রিট আবেদনটি রবিবার (২০ অক্টোবর) হাইকোর্টের কার্যতালিকায় উঠে এলেও শুনানির জন্য আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে দিন নির্ধারণের আদেশ দেন আদালত।

রিটে উল্লেখ করা হয়েছে, গত জুলাই মাসে নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটিতে একটি সেমিনারে যোগ দেওয়ার আমন্ত্রণ পান নুর। এজন্য পাসপোর্ট চেয়ে গত ২৩ এপ্রিল তিনি আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দিয়ে জরুরি ফিও জমা দেন ব্যাংকে। পরে পাসপোর্ট অধিদফতর পাসপোর্ট  দেওয়ার জন্য ২ মে তারিখ নির্ধারণ করে দেয়।

কিন্তু এর একমাস পরও পাসপোর্ট পাননি নুর। এরপর তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তারা কোনও সদুত্তর না দিয়ে বিষয়টি নিয়ে পাসপোর্ট অধিদফতরের ডিজির সঙ্গে কথা বলার পরামর্শ দেন। সে অনুযায়ী পাসপোর্টের ডিজির সঙ্গে দেখা করলে তিনি জানান, তার বিরুদ্ধে মামলা থাকায় পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না। এরপরই তিনি দ্রুত পাসপোর্ট পাওয়ার জন্য আদালতে রিট দায়ের করেন।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা