X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসায় ভোট গ্রহণ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৯, ১২:২৮আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১২:৩৪

লাইনে দাঁড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করছেন অভিভাবকরা

রাজধানীর ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট  চলবে।

সকাল থেকে রাজধানীতে শুরু হয় বৃষ্টি। অভিভাবকরা বৃষ্টি উপেক্ষা করে  ভোট দিচ্ছেন। ভোট দিতে আসা অবিভাবক সাংবাদিক পবিত্র কুণ্ডু বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বৃষ্টি থাকলেও উৎসাহে কোনও ঘাটতি নেই। সকালে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কম ছিল। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়ে গেছে। র‌্যাব, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। অভিভাবক ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’

ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচনে অভিভাবক প্রার্থী (কলেজ শাখা) আবদুল মজিদ সুজন বলেন, ‘২৬ হাজারের বেশি ভোটার রয়েছেন। সকালে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম ছিল। বৃষ্টি কমে যাওয়ার পর ভোটার উপস্থিতি সন্তোষজক।’   

বৃষ্টি উপেক্ষা করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে চলছে উৎসবমুখর ভোট

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ান বলেন, ‘সব শাখায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোনও সমস্যা নেই। ভোট গ্রহণ পরিস্থিতি নিয়ে কারও অভিযোগ নেই। উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে।’

উল্লেখ্য, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন উপলক্ষে এ মাসের শুরুতে তফসিল ঘোষিত হয়। তফসিল অনুযায়ী, গত ১  থেকে ৩ অক্টোবর মনোনয়নপত্র জমা দেন নির্বাচনে ইচ্ছুক প্রতিদ্বন্দ্বী অভিভাবকরা। ভিকারুননিসায় মোট চারটি শাখা রয়েছে। প্রধান শাখা বেইলি রোড, আজিমপুর, বসুন্ধরা ও ধানমন্ডি— এই চার শাখায়ই একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সংরক্ষিত নারী আসনসহ  প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায় থেকে মোট ছয় জন অভিভাবক প্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। মোট প্রার্থী রযেছেন ৩৩ জন।

২০১৭ সালের মার্চ মাসে এ প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা