X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ইউল্যাবে দুই দিনব্যাপী আইজেসিসিআই সম্মেলন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৯, ১৩:১৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৩:১৯

ইউল্যাবে আইজেসিসিআই সম্মেলন (ছবি: সাজ্জাদ হোসেন) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) শুরু হয়েছে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল জয়েন্ট কনফারেন্স অন কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স (আইজেসিসিআই) সম্মেলন। ধানমন্ডির ইউল্যাব মিলনায়তনে শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে বাংলাদেশ ল্যাংগুয়েজ প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লক চেইন, চতুর্থ শিল্প বিপ্লব এবং মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন বিষয়ে প্যানেল আলোচনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘রিসার্চ, ইনোভেশন ও ক্রিয়েশন হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের পার্ট। আমরা চেষ্টা করছি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের রিসার্চ ব্যবস্থা গড়ে তোলার। প্রধানমন্ত্রীও চান দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চের জন্য অর্থায়ন করতে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে সঠিকমানের রিসার্চ হোক। রিসার্চের ওপর আমরা ফান্ড দেবো।’ তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনও ইমেজ সংকটে আছে। আমরা এর উত্তরণ চাই।
আইজেসিসিআই সম্মেলনে অতিথিরা (ছবি: সাজ্জাদ হোসেন) বিশেষ অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘একজন মানুষ যদি শুধু তার নিজের বিষয়েই জানেন তবে তিনি পরিপূর্ণ নন। পরিপূর্ণ হওয়ার জন্য সকল বিষয়ে জানতে হয়। কনফারেন্স আয়োজনে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নলেজ ডিট্রিবিউশন করতে না পারলে বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ হয় না। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে পিএইচডি অফার করা হয় কম। আমার মনে হয়, যেসব বিশ্ববিদ্যালয়ের সুযোগ আছে, তারা শিক্ষার্থীদের জন্য পিএইচডি ডিগ্রি গ্রহণের অফার করতে পারে। নীলক্ষেত থেকে ১০ হাজার টাকায় পাওয়া বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটকে ‘ডেথ সার্টিফিকেট’ বলেও আখ্যায়িত করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, ইউআইইউ এর উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর, বুয়েটের অধ্যাপক ড. কায়কোবাদ, হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা প্রমুখ। ইউল্যাবের ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ভারতের সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ইউজিসি ও আইসিটি বিভাগ।

 

 

 

/এইচএন/ওআর/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক