X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন: পরিচয় মিলেছে মৃত নারীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৯, ০৫:২৮আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০৫:৩০



ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন: পরিচয় মিলেছে মৃত নারীর রাজধানীর ধানমন্ডিতে ১২তলা একটি ভবনে অগ্নিকাণ্ড ও ধোঁয়ায় মারা যাওয়া নারীর পরিচয় মিলেছে। ওই নারীর নাম জামিলা কুটি (৬৫)। তার স্বামীর নাম মৃত সাহেব আলী। জামিলার বাড়ি গাইবান্ধা জেলার সা'ঘাটা উপজেলার কচুয়া গ্রামে।

পুলিশের উপপরিদর্শক এসআই মো. রুবেল আজাদ জানান, ভবনটির ৮ম তলায় পিজি হাসপাতালের চিকিৎসক আশরাফুন নেসার বাসা। ওই বাসায় জামিলা কুটি গত এক মাস ধরে কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, আগুনের ঘটনা শুনে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ধোঁয়ায় শ্বাসকষ্টে চতুর্থ তলার সিঁড়িতে জামিলা কুটি জ্ঞান হারান। সেখান থেকে ফায়ারসার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা রুবেল আরও জানান, যে ফ্ল্যাটটিতে আগুন লেগেছে ওই ফ্ল্যাটের মালিকের নাম হেমায়েত উল্লাহ। ফ্ল্যাটটি বেশিরভাগ সময় তালাবদ্ধ থাকতো বলে জানান তিনি।

প্রসঙ্গত, শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে ধানমন্ডির ৬/এ রোডের ৫৫ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ও ধোঁয়ায় ভবনটির তিন তলায় থাকা শাহেদা নামে ১২ বছরের একটি শিশু গৃহকর্মীও অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধানমন্ডির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদের মধ্যে এক নারীর মৃত্যু হয়। অপর একজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার বলেন, ঘটনাস্থলে এখনও ডাম্পিংয়ের কাজ চলছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

 

/এআইবি/এসজেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়