X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের দেয়াল ঘেঁষে মার্কেট নয়

এস এম আববাস
২৯ অক্টোবর ২০১৯, ২১:২৭আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:৩৮





মাউশি রাজধানীসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের দেয়াল ঘেঁষে মার্কেট বা দোকানপাট নির্মাণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মার্কেট নির্মাণ করা হয়েছে সেগুলোও সরিয়ে দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে শিক্ষার পরিবেশ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বলেন, ‘আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে ইতোমধ্যেই নির্দেশনা দিয়েছি। আঞ্চলিক পরিচালকরা এই নির্দেশনা বাস্তবায়ন করে অগ্রগতি জানাবে।’ তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে শিক্ষার পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে সরকার।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মঙ্গলবার (২৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) আঞ্চলিক উপপরিচালকদের এই নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ২০ অক্টোবর মাউশি মহাপরিচালককে একই নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবারের নির্দেশনা অনুযায়ী ১১ নভেম্বরের মধ্যে এর বাস্তবায়নের অগ্রগতি মন্ত্রণালয়কে জানাতে হবে।
মাউশি পরিচালক অধ্যাপক ড. আবদুল মান্নান বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের দেয়াল ঘেঁষে মার্কেট বা দোকানপাট নির্মাণ করতে দেওয়া হবে না। কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দেওয়াল ঘেঁষে কোনও মার্কেট থাকলে তা উঠিয়ে দেওয়া হবে।’
প্রয়োজনে জেলা প্রশাসক মোবাইল কোর্ট পরিচালনা করবে উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী এসব বিষয় নজরদারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা আঞ্চলিক উপপরিচালকদের সহায়তা করবেন। প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবে আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়, জেলা শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিস।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গত জুলাইয়ে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই সম্মেলনে ঢাকার জেলা প্রশাসক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের দেয়াল ঘেঁষে মার্কেট গড়ে তেলা হচ্ছে। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। তিনি এসব মার্কেট সরিয়ে ফেলার প্রস্তাব করেন। তার এ প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর শিক্ষা মন্ত্রণালয়কে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!