X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হাজারীবাগে তরুণকে পিটিয়ে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৯, ০২:৪০আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১০:৪৯

হাসপাতালে নিহত সজলের বাবার আহাজারি রাজধানীর হাজারীবাগে বাজে মন্তব্য করার প্রতিবাদে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে হাজারীবাগের রায়েরবাজার ঢালে ঘটনাটি ঘটে। নিহতের নাম আরিফুল ইসলাম সজল (২২)। তিনি মোহাম্মদপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে এক বান্ধবীর সঙ্গে কথা বলছিলেন আরিফুল ইসলাম। এ সময় কয়েকজন যুবক তাদের লক্ষ্য করে বাজে মন্তব্য করে। এ নিয়ে বাকবিতণ্ডা হলে কিছুক্ষণ পর ওই যুবকরা আরও কয়েকজনকে সঙ্গে এনে সজলকে পিটিয়ে গুরুতর আহত করে। রাত ৯টায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
সজলের বান্ধবী সানজিদা আকতার দোলন বলেন, ‘রায়েরবাজার ঢালে আমরা দু’জন দাঁড়িয়ে কথা বলছিলাম। এ সময় ২ থেকে ৩ জন যুবক আমাদের উদ্দেশ করে খারাপ মন্তব্য করে। সজল প্রতিবাদ করতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সজল একজনকে চড় মারে। পরে ওরা চলে যায়। কিছুক্ষণ পর একসঙ্গে ১০-১২ জন এসে তাকে এলোপাতাড়ি মারধর করে ও বাঁশ দিয়ে নিচে ফেলে পিটিয়ে আহত করে।’
খবর পেয়ে সজলের বাবা শহিদুল ইসলাম হাসপাতালে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান। তিনি বলেন, ‘সজল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় প্রাইভেট পড়েছে। সন্ধ্যার পর বাসা থেকে বের হয়েছে। এরপর এই ঘটনা ঘটে।’ দুই ভাই এক বোনের মধ্যে দ্বিতীয় সজল। তার বাবা ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করেন।

/এআইবি/এআরআর/ওআর/এমএমজে/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না