X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাকিবের রিপ্লেসমেন্ট এখনও তৈরি হয়নি: লিপু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৯, ১৮:৫৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২০:২৯

সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশ ক্রিকেট দলে সাকিব আল হাসানের অভাব পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘সাকিব ছাড়া আমরা বেশ কিছু খেলা খেলেছি। সেখানেও বাংলাদেশ ভালো ফলাফল করেছে। আমরা আগামী এক বছর সাকিবকে পাচ্ছি না। তার জায়গায় রিপ্লেসমেন্ট এখনও তৈরি হয়নি।’ শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘সংকটে ক্রিকেট’  শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। বুধবার (৩০ অক্টোবর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

সব ধরনের ক্রিকেটে সাকিবের পারদর্শিতার কথা উল্লেখ করে লিপু বলেন, ‘টেস্ট কিংবা ওয়ানডে– দুই জায়গাতেই সে পারদর্শী। সেই জায়গায় তার মতো ওইভাবে পারফর্ম করতে হয়তো কেউ পারবে না। তবে কেউ না কেউ তার অভাব ঘোচানোর চেষ্টা করবে আশা করি। সাকিবকে যে রিপ্লেস করবে তার বাড়তি দায়িত্ব থাকবে।’

তিনি আরও বলেন, ‘বাকি যারা খেলোয়াড় আছে তারা পারফর্মের জায়গাটিকে বাড়ানোর চেষ্টা করবে। এর মাধ্যমে সাকিবের অভাবটা কিছুটা কমিয়ে আনার চেষ্টা করবে। দলের যে একটি ঊর্ধ্বমুখী যাত্রা ছিল, আমরা চাইবো যেন সেই জায়গায় থাকতে পারি। সাকিবের না থাকা একটি মনস্তাত্ত্বিক আঘাত অবশ্যই, অন্যদিকে প্রতিদ্বন্দ্বীদের জন্য একটি উল্লাস করার ব্যাপার।’   

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী, ক্রীড়া সংগঠক জালাল আহমেদ চৌধুরী, বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন, দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।   

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

 

/এসও/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা